Answered 2 years ago
ঈশ্বর আমার আপনার মতো সারাদিন বসে খান না, না তিনি গসিপ করেন। তিনি কখনোই পুর্নজন্ম চক্রে আসেন না, না তিনি কোনো কর্ম বন্ধনের মধ্যে আসেন। তিনি শুধুমাত্র কর্মের গুহ্য রহস্য বুঝিয়ে বলেন। যে কর্মের ফল আমি আপনি ভোগ করি। সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের জ্ঞান তিনি প্রদান করেন। আপনি কি প্রমাণ করতে পারবেন বাতাসের অস্তিত্ব আছে! আপনি কি প্রমাণ করতে পারবেন দয়া, মায়া, স্নেহ ভালোবাসার কোনো অস্তিত্ব আছে ? কিন্তু সব কিছুই আছে যা চোখে দেখা যায় না । অনুভব করতে হয় , উপলব্ধি করতে হয়। বাতাস বয়, গায়ে ঠান্ডা লাগে তখন বুঝতে হবে বাতাসের অস্তিত্ব আছে। তেমনই ঈশ্বরকে চর্ম চক্ষু দিয়ে দেখা যায় না, তাঁকে দেখতে হলে দিব্য বুদ্ধি চাই, দিব্য দৃষ্টি চাই তবেই তাঁকে উপলব্ধি করা যায়। এর জন্য প্রয়োজন আধ্যাত্মিক জ্ঞান।
runalaila publisher