ইয়ারফোন কানের জন্য বেশি ক্ষতিকর নাকি মিনি স্পিকার কানের জন্য বেশি ক্ষতিকর?

1 Answers   8.4 K

Answered 2 years ago

দুইটাই ক্ষতিকর, তারমধ্যে লাউডস্পিকার বেশি ক্ষতিকর কারন তাতে আওয়াজ টাও বেশি ইয়ারফোন টা মুলত ব্যাক্তিগত ভাবে ব্যবহার করার জন্য, যেমন কানে ইয়ার ফোন দিয়ে নিরিবিলি গান, গজল,কোরআন তেলাওয়াত শুনলে মনে ফিলিংস আছে, বা ব্যাক্তিগত কথা বলার জন্য খুবই প্রয়োজনীয় তবে অতিরিক্ত কোন কিছুই ভালো, না আর সেখানে কানের সাথে জড়িত তাই প্রয়োজন ছাড়া ব্যবহার করা উচিত না যেমন রাতে ইয়ারফোন কানে দিয়ে শুয়ে থাকলাম আর ঘুমিয়ে পড়লাম, তারপর সবসময় কানে ইয়ারফোন দিয়ে রাখা এবং জোরে আওয়াজ দিয়ে শোনা, আমি পরামর্শ দিবো যে সাময়িক সময়ের জন্য ব্যবহার করুন তাই বলে প্রতিদিন গান শুনলে হবে না,আর লাউডস্পিকার না ব্যবহার করাই ভালো তবে একটা কথা না বললে নয়, অনেকে বলে আমি তো অনেকদিন থেকে প্রতিনিয়ত ইয়ারফোন ব্যবহার করি কই আমার তো কিছু হয়না, সেম একই কথা সিগারেট পাটি রাও বলে তো কথা হচ্ছে মহিলাদের কোমরে, পায়ে, গিরায়, সব ব্যাথা কিন্তু সন্ধ্যা হলেই শুরু হয় তেমন বড় রোগ কিন্তু একবারে হয় না আস্তে আস্তে হয় বড় আকারে সুতারাং কোন জিনিস অবঙ্গা করা ঠিক নয়


Omar
Omar
337 Points

Popular Questions