Answered 2 years ago
ইসলাম ধর্ম প্রাচীম ধর্ম? কোন গ্রন্থ হতে রেফারেন্স দিতে পারবেন কি?ইসলাম ধর্মের গ্রন্থ হলো কুরআন, আর কুরান নাযিল হয় হযরত মুহাম্মদ(সঃ) এর উপর ৬১০ খ্রিস্টাব্দে। আল্লাহ যুগে যুগে পৃথিবীর সূচনালগ্ন থেকে শেষনবী হযরত মুহাম্মদ (সঃ) পর্যন্ত নবী রাসূল পাঠিয়েছেন।একমাত্র শেষ নবীর মাধ্যমে ইসলাম ধর্মের আগমন ঘটে,অন্যসব নবী রাসূলদের উপর তাদের জাতিদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন গ্রন্থ নাযিল হয়,যা ইসলামের ধর্ম নয়।অনেকে এই ভেবে গুলিয়ে ফেলেন যে,যেহেতু পৃথিবীর সূচনালগ্ন থেকে নবী রাসূল এসেছে এবং তারা ও আল্লাহর বার্তা মানুষের মাঝে পৌছে দিতেন,সেহেতু তারা ও ইসলাম ধর্ম প্রচারক।যারা বলে ইসলাম প্রাচীন ধর্ম তারা যদি সঠিকভাবে ইসলামের ইতিহাস বা ইসলাম ধর্মের উপর পড়াশুনা করতেন,তাহলে বুঝতে পারতেন সকল নবীর ধর্ম ইসলাম নয় বরং সেগুলো অন্যধর্ম হিসেবে এসেছে,এই যেমন ঃখ্রীস্টধর্ম তাহা নাযিল হয় নবী ইসার (যিশুখ্রিষ্ট) এর উপর ইসলাম ধর্মের আগে,নাযিলকৃত গ্রন্থ ইঞ্জিল(বাইবেল) আল্লাহর পক্ষ থেকে।তার আগে এসেছে ইয়াহুদিদের ধর্ম,যাদের নবী হযরত মূসা(আঃ) এর উপর,নাযিলকৃত গ্রন্থ তাওরাত। এভাবে আল্লাহর সত্যবাণী বহু নবী রাসূলরা প্রচার করে গেছেন,আল্লাহর নবী হলেই যে তারা ইসলাম ধর্মের এটা একটা ভূল ধারণা,বরং আল্লাহর পক্ষ থেকে যত দ্বীনের বাণী বা ধর্ম এসেছে বিভিন্ন নবী রাসূলের উপর, সবশেষে তিনি ইসলাম ধর্ম পাঠিয়েছেন শেষ নবীর উপর।আশাকরি যারা এতদিন এ বিষয়টাকে নিজেদের ভ্রান্তধারণা থেকে প্রচার করতেন,তাদের ভূলটা বুঝতে পারবেন।
triptykhan publisher