Answered 2 years ago
জায়েজ আছে তবে না করা ভালো। জায়েজ থাকলে করতে হবে এমন কিছু নেই।
আমার চাচাতো বোনের বাচ্চা হবে না কখনো কারন তার তলপেটের মধ্যে গর্ভাশয়ই নেই। মেয়েটাকে পরে দুই বাচ্চার বাবার সাথে বিয়ে দেয়া হয়েছে। আমার চাচা-চাচী সম্পর্কে ফুফাতো-মামাতো ভাই-বোন। ডাক্তার বলেছেন, এ ধরনের সম্পর্কে বাচ্চা অনেক সময় ডিফেক্ট নিয়ে জন্মায়। আমার দাদীকে আমার চাচী মাও ডাকতো, ফুফু আম্মাও ডাকতো। সেই সম্পর্কে আমার চাচা আমার চাচীর ফুফাতো ভাই।
রক্তের সম্পর্কের নিকটাত্মীয় বিয়ে করা জায়েজ তবে না করলেই ভালো। শুধু শুধু বাচ্চাগুলো ভুগবে আপনাদের জন্য।
বিশেষ করে ফার্স্ট কাজিন ও নিজের আপন মায়ের পেটের ভাই বোনের মধ্যে রক্তের সম্পর্ক কাছাকাছি বিধায় কাজিনকে বিয়ে করা অনুচিত।
Sagor Ahmed publisher