ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ ইতিহাস জানার জন্য কোন বইগুলো সবচেয়ে ভালো হবে?

1 Answers   9.3 K

Answered 2 years ago

এ নিয়ে অনেক বই আছে।

মাওলানা ইসমাইল রেহানের মুসলিম উম্মাহর ইতিহাস ১৪ খন্ডের বই আছে সেটা পড়তে পাড়েন।

আর না হয় ড আলি মুহাম্মদ সাল্লবির সিরাতুন নবী, উমাইয়া খেলায়েতের ইতিহাস, সেলজুক সমরাজ্যের ইতিহাস, সালাউদ্উদীন আইয়ুবী,জিনকি সমরাজ্যের ইতিহাস,উসমানী খেলাফতের ইতিহাস বইগুলো পড়তে পাড়েন।

ড রাগিব সারজনির মামলুক সালতানাতের ইতিহাস,আন্দালুসিয়ার ইতিহাস ।

ইমরান রায়হানের আব্বাসী খেলাফতের ইতিহাস।

বইগুলো পড়ে দেখতে পারেন।

Shajidur Rahaman
rahamanshajidur
284 Points

Popular Questions