Answered 2 years ago
এ নিয়ে অনেক বই আছে।
মাওলানা ইসমাইল রেহানের মুসলিম উম্মাহর ইতিহাস ১৪ খন্ডের বই আছে সেটা পড়তে পাড়েন।
আর না হয় ড আলি মুহাম্মদ সাল্লবির সিরাতুন নবী, উমাইয়া খেলায়েতের ইতিহাস, সেলজুক সমরাজ্যের ইতিহাস, সালাউদ্উদীন আইয়ুবী,জিনকি সমরাজ্যের ইতিহাস,উসমানী খেলাফতের ইতিহাস বইগুলো পড়তে পাড়েন।
ড রাগিব সারজনির মামলুক সালতানাতের ইতিহাস,আন্দালুসিয়ার ইতিহাস ।
ইমরান রায়হানের আব্বাসী খেলাফতের ইতিহাস।
বইগুলো পড়ে দেখতে পারেন।
rahamanshajidur publisher