ইলেকট্রিক গাড়ি চার্জের ক্ষেত্রে মুম্বইয়ের থেকে কম খরচ পড়ে দিল্লিতে। মুম্বইতে ইলেকট্রিক গাড়ি চার্জ করতে প্রতি ইউনিটে খরচ পড়ে ১৫ টাকা। তুলনায় অনেকটাই সস্তা দিল্লি। রাজধানীতে লো-টেনশন ভেহিক্যাল চার্জ করতে প্রতি ইউনিটে লাগে ৪.৫টাকা। সেখানে হাই টেনশন ভেহিক্যালে খরচ পড়ে ৫ টাকা। পুরো গাড়ি চার্জ করতে ২০-৩০ ইউনিট প্রয়োজন পড়ে।সেই ক্ষেত্রে দিল্লিতে পুরো খরচ দাঁড়ায় ১২০-১৫০ টাকা।তবে অন্যদিকে, মুম্বইতে এই গাড়ি চার্জ করতে দাঁড়ায় ২০০-৪০০ টাকা।
babynaznin publisher