ইলন মাস্ক কিভাবে বিলিয়ন ডলার মূল্যের এতগুলো কোম্পানি নিয়ন্ত্রণ করে?

1 Answers   1.9 K

Answered 2 years ago

ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন করার জন্য, একজন উদ্যোক্তা যখন নিজেই সবকিছু করে তখন সেটাকে বলা হয় Doing এবং শুরুতে একজন উদ্দ্যোক্তাকে নিজে থেকেই সবকিছু করতে হয় নিজেকেই প্ল্যানিং করতে হয় এবং নিজেকেই এক্সিকিউশন করতে হয়।

(বলতে গেলে নিজের দোকান নিজেকেই খুলতে হয়, নিজের দোকান নিজেকেই পরিষ্কার করতে হয়, নিজের দোকানের মালপত্র নিজেকে সাজাতে হয় এবং নিজেকে বিক্রি করতে হয়)

স্টার্টআপটি যখন কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যায় তখন সে তার লিডারদের কে সক্ষম করে তোলে, অর্থাৎ এই ধাপে ইনি এমন কিছু লিডার তৈরি করেন যেখানে লিডারদেরকে শুধু ডাইরেকশন দিতে হয়, বিজনেস ফাংশনের লিডাররা নিজে থেকেই ডিসিশন নিয়ে এক্সিকিউশন করে খুব দ্রুত এগিয়ে যায়।

যখন আপনি আপনার বিজনেসের ফাংশনাল লিডারদেরকে কারণ বুঝিয়ে দিতে পারবেন ঠিকমত, তারপর আর আপনাকে বলতে হবে না যে, কি করতে হবে? কিভাবে করতে হবে?

ইলন মাস্কের মতো বিলিয়ন ডলারের উদ্যোক্তারা, শুরু থেকেই সব থেকে বেশি মনোযোগ দেয় ম্যানপাওয়ার তৈরি করাতে এবং তাঁরা একটি কথা বিশ্বাস করে আমার ম্যানপাওয়ার আমাকে সুপারপাওয়ার তৈরি করাতে সাহায্য করবে।

অর্থাৎ সে তাঁর ম্যানপাওয়ারদেরকে তাঁর ভিশন এবং মিশনকে পরিস্কার ভাবে বুঝিয়ে দেয় এবং এর সাথে তাঁদেরকে জড়িয়ে দেয় আর এর ফলে তৈরি হয় জাদু।

আপনার প্রতিষ্ঠানের যত দক্ষ লোক থাকুক না কেন? তাঁরা যদি টাকার জন্য কাজ করতে আসে, তার মানে বুঝতে হবে আপনি বেশিদূর তাদেরকে নিয়ে আগাতে পারবেন না। এই সমস্ত লোক আপনার সাথে শুধু নয়টা-পাঁচটা হিসাব নিয়ে চলবে।

আপনাকে আপনার মত বিশ্বাস কারীদেরকে সাথে নিয়ে চলতে হবে যাঁরা আপনার মিশন এবং ভিশন কে বুঝবে এবং তাদের নিজের মত করে সেই মিশন এবং ভিশনকে মনে করে এগিয়ে চলবে।

যারা ইতিহাস তৈরি করেছে তারা কোনদিন টাকার কারনে ইতিহাস তৈরী করতে পারেনি মনের ভিতর এমন একটি আগুন ছিল সেই আগুনের জ্বালায় ইতিহাস তৈরি করেছে।

ইলন মাস্ক এর মত ব্যবসায়ীদেরকে বলা হয় ভিশনারি লিডার, তাঁরা এমন কিছু লিডার তৈরি করে যারা আরো নেতৃত্ব দেওয়ার মতো অসংখ্য লিডারকে নেতৃত্ব দিয়ে চলছে। আর এভাবে আপনি যে কোন মহৎ এবং সৎ উদ্দেশ্যকে তৈরি করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন এবং অনেক বড় করতে পারবেন (বিলিয়ন ডলার)

ইলন মাস্ক এর মত উদ্যোক্তারা এভাবেই একটির পর একটি জনকল্যাণকর উদ্দেশ্য তৈরি করছে এবং সফল করছে (স্পেস এক্স, টেসলা, ওপেন এ আই,বোরিং কোম্পানি, সোলার সিটি, নিউরালিংক, হাইপারলুপ ইত্যাদি)


Raha
Raha
230 Points

Popular Questions