ইরান কেন এতো কিছুর পরও ইসরায়েল আক্রমণ করে না?

1 Answers   1.6 K

Answered 2 years ago

(১) ইরান ইসরায়েল যুদ্ধ হলে আলী খামেনেই (বর্তমান সুপ্রিম লিডার) ক্ষমতা হারাবেন, কারণ ইরান এর ভিতরে বিরোধী শক্তি শুধু সুযোগের অপেক্ষা আছে । সেই জন্যে খামেনেই কখনো সরাসরি যুদ্ধে যাবেন না ইসরায়েল এর সঙ্গে । ওই একটু হুমকি, যুদ্ধ যুদ্ধ খেলা, এই সব করবেন ।

(২) ইসরায়েল এর সঙ্গে আরব দেশ গুলো অনেক যুদ্ধ করেছে । কখনো একা, কখনো সবাই মিলে । কিন্তু প্রতিটা যুদ্ধে তারা ইসরায়েল এর কাছে হেরেছে । শেষে বড় দেশগুলো (মিশর, জর্ডান) ইসরায়েল এর সঙ্গে শান্তি চুক্তি করে বেশ সুখে শান্তিতে আছে । তাই ইসরায়েল এর সঙ্গে যুদ্ধ করতে গেলে ইরানকে একা যুদ্ধ করতে হবে, কোনো আরব দেশ এই যুদ্ধে যোগ দেবে না । আর এটা বলাবাহুল্য যে মধ্য প্রাচ্যের আকাশ পুরোপুরি ইসরায়েলের বিমান বাহিনীর নিয়ন্ত্রণে । তাই তাদের সাথে একা যুদ্ধ করতে যাওয়াটা পুরোদস্তুর আত্মঘাতী বোকামো হবে ।

(৩) ইরান এর সঙ্গে ইরাক, সৌদি আরব এদের সম্পর্ক একদমই ভালো নয় (শিয়া সুন্নি লড়াই, আরব-পারস্য জাতিসত্তার দ্বন্দ্ব) । তাই ইরান যুদ্ধ করতে গেলে সৌদি আরব সাহায্য তো করবে না, উল্টে পেছনে লাগার জন্যে মার্কিন কোয়ালিশনে এ ঢুকে ইসরায়েল কে পেছন থেকে সাপোর্ট দেবে । ইরান এর উত্থান সৌদি আরব একদম পছন্দ করে না । সৌদি কোনোভাবেই চায় না যে ইরান আনবিক বোমা হাতে পাক কারণ সেক্ষেত্রে আনবিক শক্তিধর ইরান সৌদির রাজতন্ত্রের এর পক্ষে ভীষণ বড় বিপদ হয়ে দাঁড়াবে । ইরান ও ইসরায়েল যুদ্ধ বাধলে সৌদি আরব উল্টে ইসরায়েলকে এয়ারওয়ে সাপোর্ট দেবে যাতে ইসরায়েল এর যুদ্ধ বিমান গুলো তেলআভিভ থেকে সোজা সৌদি আরব এর ওপর দিয়ে উড়ে গিয়ে ইরান এর অ্যাটমিক বোম্ব বানানোর উপযোগী উরেনিয়াম সমৃদ্ধ করার সেন্ট্রিফিউজ প্ল্যান্ট গুলোকে খুব সহজেই বম্বিং করে ধংস করতে পারে ।

(৪) রাশিয়াও বিরক্ত গৃহযুদ্ধ পরবর্তী সিরিয়াতে তে ইরান এর হস্তক্ষেপে । রাশিয়াও ইরানকে দুর্বল দেখতে চায় যাতে ইরান যুদ্ধবিধস্ত সিরিয়া তে আর কলকাঠি না নাড়তে পারে । তাই রাশিয়া ইসরায়েলকে কোনো ভাবে বাধা দেবে না ও চুপ চাপ বসে থাকবে (সাম্প্রতিক উদাহরণ: এই কলকাঠির প্রধান নায়ক 'জেনারেল সোলায়মানির' হত্যাকান্ড)।

(৫) ইরান ইসরায়েল কে আক্রমণ করলে সমূহ সম্ভবনা আছে যে ইরান হারবে । বা পুরোপুরি না হারলেও ইরান এর অ্যাটমিক বোম্ব প্রজেক্ট শেষ হয়ে যাবে চিরদিনের মতো । কারণ ইসরায়েল সেটাকে পুরোপুরি গুড়িয়ে শেষ করে দেবে । তাই ইরান ইসরায়েল কে এই সুযোগ করে দিতে চায় না ।

(৬) ইসরায়েলের এর আণবিক বোমা আছে। সেরকম দরকার পড়লে কে বলতে পারে যদি সেই দিয়ে ইরান এর ওপরে আঘাত হেনে বসে ? এই নিয়ে ইরান এর যথেষ্ট আশংকা আছে । তাই ইরান কিছুতেই ইসরায়েলের এর সঙ্গে সামনা সামনি যুদ্ধে যাবে না ।

(৭) যুদ্ধ করলে ইরান এর অর্থনীতি পুরোপুরি ভেঙে পারবে । এমনিতেই আমেরিকার অর্থনৈতিক অবরোধের ফলে ইরান এর অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, বহু লোক বেকার । এর ওপরে আবার যুদ্ধ করলে অর্থনীতি একদম শেষ হয়ে যাবে ও গৃহযুদ্ধ আরম্ভ হবে ।

(৮) ইরান সরাসরি যুদ্ধ করতে এলে ইসরায়েল এই সুযোগে লেবানন এ গিয়ে জঙ্গি সংস্থা হিজবুল্লাহকে সরাসরি আক্রমণ করবে ও তাদের পুরোপুরি দফারফা করে ছাড়বে । ইরান হিজবুল্লাহর পেছনে থেকে ও পুরোপুরি মদত দিয়ে ইসরায়েল এর সঙ্গে দীর্ঘ ছায়া যুদ্ধ চালাতে চায় । ইরান তাই হিজবুল্লাহকে বাঁচিয়ে রাখতে চায় । সেই জন্যে ইরান ইসরায়েল কে এই সুযোগ করে দিতে চায় না ।

এই সব কারণে ইরান কিছুতেই ইসরায়েল এর সঙ্গে সরাসরি যুদ্ধে যাবে না ।

Shuvan Ahmed
shuvanahmed
515 Points

Popular Questions