ইরানের মন্ত্রীর জন্য নয়াদিল্লির সময় ছিল কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর জন্য নয়, কেন?
0
0
1 Answers
4 K
0
Answered
1 year ago
বন্যা বলতে আমি এখন চলমান সিলেট বিভাগে চলা বন্যার কথাই বুজছি।আর সিলেটে বন্যা হবার কারণ বুঝতে হলে আপনায় ওখানকার ভৌগলিক পরিবেশ সমন্ধে বুঝতে হবে।আপনি যদি সিলেট সীমান্তে যান তবে সিলেট থেকে ভারতের দিকে খাঁড়া তাকাতে হবে।কেননা ভারত উঁচুতে। আবার ভারত থেকে সিলেটে তাকালে সিলেটকে ঢালু তল মনে হবে।স্বাভাবিকভাবেই চেরাপুঞ্জিতে প্রতি বছর রেকর্ড পরিমান বৃষ্টি হয়।এবার মরার ওপর খাড়ার ঘা হিসেবে ১২২ বছরের সব রেকর্ড ভেঙে সর্ব্বোচ্চ বৃষ্টি হয়েছে।আর এতে স্বাভাবিকভাবেই উঁচু থেকে নিঁচুতে পানি প্রবাহিত হয়েছে।এখন আরও দুটো প্রশ্ন থেকে যায়।১.সিলেটে বৃষ্টি হয়েছিলো কিনা?২.আগেও তো মেঘালয় চেরাপুঞ্জিতে বৃষ্টি হতো,নিয়মানুযায়ী পানি গড়িয়ে নিচে পড়তো।তবে আগে এতো খারাপ পরিস্থিতি হয়নি কেন?
বলে রাখা ভালো সিলেটেও এবার প্রচুর বৃষ্টি হয়েছে,হচ্ছে।আগামী ২ দিন ও হবে।আমাট দেখা লাস্ট ৩-৪ বছরের তুলনায় এবার বৃষ্টি তুলনামূলক বর্ষার আগেই শুরু হয়েছিলো,যা চলমান এখনো।বর্ষার তো সবে শুরু।আমি এখন যে যায়গায় আছি সেখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে।জল জমেছে রাস্তায়।যা আমি গত ৫ বছরেও দেখিনি।
মেঘালয়ের জল আগেও তো গড়িয়ে এদেশে এসেছে।তবে এবার বেহাল হবার কারণ বাংলাদেশের সিলেটিরা অনেক বেশি পরিমানে ইউরোপ এ থাকে।আরও পাট্টিকুলারলি বলতে গেলে লন্ডনে।তাই তারা বড় অংকের টাকা দেশে বসবাসরত পরিবারকে পাঠায়।এবং স্বভাবতই প্রায় বিত্তবান সবারই বাড়ি আছে।আর বাড়ি করার জায়গাগুলো পেয়েছে পুকুর,খাল ভরাট করার মাধ্যমে।আমি শেষবার যখন সিলেট গেছি তখন আমার আত্মীয়র বাড়ির চারদিকে ২ বা ৩ টা পুকুর ছিলো।এখন একটিও নেই।কেননা তাদের বাড়ি করা হয়েছে ১ টা।দোকানঘর করেছে অন্য আরেকটা ভরাট করে।ফলশ্রুতিতে আজ জানতে পারি জল তাদের ঘর ছুঁইছুঁই। মানে একদিন ভালোমতো বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যাবে।আবার সিলেট অনেক সুন্দর শহর।সিলেটের মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তার নেয়া হয়েছে।যা এদেশে প্রথম।এসব কারনে বিদ্যুস্পৃস্টতার খবরও পাওয়া যাচ্ছে।আজই দেখলাম,সিলেটে বহু সংখ্যাক খাল,বিলের গতিপথ চেইঞ্জ করা হয়ছে।খোদ নদীরও গতিপথ পরিবর্তন হয়েছে।এমনকি বিল ঝিলের স্বাভাবিক গতিময়তা রুখে দিয়ে সড়ক নির্মান করা হয়েছে।যেটার প্রয়োজন নেই বললেই চলে।ওসব জায়গায় টিকটকাররা টিকটক করতে যায়।এবার বুঝুন তবে অবস্থা।
(আজ আর লেখতে ভালো লাগছেনা।এতটুকু অনুধাবন করলেই উত্তর পেয়ে যাবেন।)
liza publisher