Answered 2 years ago
অনেক পেয়েছি। অন্তত গত ১০ বছরে এতটাই লটারি জেতার খবর পেয়েছি যে, যদি সেগুলো সত্যি হত তাহলে পৃথিবী ছাড়িয়ে মঙ্গল গ্রহ আর চাঁদেও আমার ব্যাপক সম্পত্তি থাকতো!
আপনি লটারিতে অংশ নেননি, এমন লটারি থেকে যদি আপনাকে বিজয়ের খবর বলা হয় - সেটা অবশ্যই সন্দেহজনক। বেশিরভাগ সময়ই এসব ইমেইলে ক্ষতিকর লিংক থাকে। এই লিংকগুলো যৈ ক্ষতিকর সেটা বেশিরভাগ সময়ই বোঝা যায় না। ফলে এসব লিংকে ক্লিক করলে আপনার সমূহ ক্ষতি হতে পারে। যেমন, আপনার ব্যক্তিগত তথ্য অন্যের জিম্মায় চলে যেতে পারে কিংবা আপনার কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার ইন্সটল হয়ে যে পারে অথবা তৃতীয়পক্ষ আপনার কম্পিউটার বা মুঠেফোন হ্যাক করে ফেলতে পারে। আরও অনেক কিছুই হতে পারে - যার কোনটাই ভাল কিছু নয়।
তাই এসব ইমেইল পেলে কোন মেইল দেয়া কোন লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। তারপর ইমেইলটিকে স্প্যাম হিসবে চিহ্নিত করে ফেলুন। সবশেষে ইমেইলটিকে ঘাড় ধাক্কা দিয়ে ডিলিট করে ফেলুন।
rabiyakhatun publisher