ইমরান খান, মোদি এবং শেখ হাসিনার মধ্যে কে যোগ্যতর নেতা?

1 Answers   8.4 K

Answered 2 years ago

২০০১-২০০৭ ছাড়া ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশ চালাচ্ছেন। ২০১৪ এবং ২০১৮ এর নির্বাচনে লোক দেখানো নির্বাচন করে যেভাবে শান্তিতে দেশ পরিচালনা করছেন সেদিক থেকে বিবেচনা করলে ইমরান খান , নরেন্দ্র মোদি কলেজের স্টুডেন্ট আর শেখ হাসিনা প্রফেসর। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার ব্যাবস্থা, সামরিক বাহিনী কিভাবে নিজের করে নিতে হয় এটা জানতে ইমরান আর মোদির ক্লাস নিতে হবে শেখ হাসিনার কাছে।

নরেন্দ্র মোদি মাত্র ৪ বছর শাসন করেছিল এখনি তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে, ইমরান তো মাত্র আসলো সেই হিসেবে শেখ হাসিনার সাথে তুলনা করা যায় না।


Harun Khan
Harun Khan
630 Points

Popular Questions