Answered 2 years ago
আসেন একটা মোস্ট প্রফিটেবল বিজনেসের স্টোরি শেয়ার করি!
ধরুন আমার নাম যদু, আমার একটা ই-কমার্স টাইপ ব্যবসা আছে। আমার কোম্পানির নাম পংপং। একদিন সকালে আমি ঘোষনা দিলাম দেড় লাখ টাকার বাইক পাবেন মাত্র এক লাখ টাকায়। অফার সীমিত এবং আগামী এক সপ্তাহ অর্ডার নেয়া হবে, এবং স্টক থাকা পর্যন্ত ডেলিভারি দেয়া হবে।
ব্যস শুরু হলো অর্ডার নেয়া, ও হ্যাঁ, এই অর্ডার কিন্তু ক্যাশ অন ডেলিভারি না অগ্রীম পেমেন্টের ভিত্তিতে। তো দেখা গেল সপ্তাহ শেষে অর্ডার পাওয়া গেছে মোট ৯০০০ টা। সবাই অগ্রীম পেমেন্ট করে দিয়েছে। তারমানে কোন প্রকার ইনভেস্ট ছাড়াই শুধুমাত্র এক ঘোষনাতেই আমার কাছে এখন কত টাকা আছে? চলুন হিসেব করি ৯০০০×১,০০,০০০=৯০০,০০০,০০০ টাকা।
এইবার টাকাগুলো নিয়ে আমি শুরু করলাম ছোটখাটো ব্যবসা, যেমন ধরুন কেউ ইয়ারফোন অর্ডার করেছে, কেউ মিউজিক বক্স অর্ডার করেছে। বা কেউ শার্ট, প্যান্ট, পারফিউম, ফোন এসব অর্ডার করেছে। সেগুলো পাইকারি দরে কিনে ডেলিভারি দেয়া শুরু করলাম। ওই নব্বই কোটি টাকা দিয়ে চারমাস ধুমসে ব্যবসা করে মোটামুটি চার পাঁচ কোটি টাকা তো লাভ হবেই নাকি?
এই বার ওই ৯০০০ কাস্টমারের ভেতর ২০ জনকে বাছাই করে ৩০ লাখ টাকা দিয়ে বাইক কিনে ডেলিভারি দিয়ে দিলাম। বাদবাকি ৮৯৮০ জনকে বললাম স্টক আউট। তারপর তাদের বললাম আপনাদের টাকা আগামী তিন মাসের ভেতর ফেরত দেয়া হবে। বলে ধানাই পানাই করে আরো দেড় দুই মাস পার করে সবার টাকা ফেরত দিলাম ওদিকে ২০ জনকে বাইক পাঠালাম। সব মিলিয়ে আমার ২০ টা বাইক কিনতে ৩০ লাখ আর বাদবাকি অন্যান্য খরচ মিলিয়ে আরো দশ লাখ টাকা খরচ হলো। তাহলে কি বুঝলেন কেন প্রকার টাকা না খাটিয়েই অন্যের টাকা কিভাবে একটা ব্যবসা করে নিলাম।
যারা ১ লাখ করে বাইক কেনার জন্য দিয়েছিল তারা টাকা ফেরত পেয়ে কলিজায় বাতাস ফিরে পেলো। খুব খুশি পংপং তাদের টাকা মারে নাই, খুব ভালো টাকা ফেরত দিছে। ওদিকে ওই ২০ জনও খুব খুশি দেড় লাখের বাইক ১ লাখে পাইছে পংপং খুব ভালো। পংপং এর জয় হোক। লাইফ মানেই পংপং। গরীবের স্বপ্ন পূরন পংপং। এদিকে পংপং এর মালিকেরও পোয়া বারো, মাছের তেলে মাছ ভেজে ১০ লাখ ইনকাম। সামনের সপ্তাহে অফার আসছে ৩০ হাজারের ফ্রীজ ২০ হাজারে পাবেন, স্টক সীমিত। পেতে হলে অগ্রীম আর্ডার করতে হবে। অগ্রীম অর্ডারের সময় সীমা আগামী এক সপ্তাহ।
mostofa publisher