Answered 2 years ago
অবশ্যই করি! শুধু তাই নয় আমার গবেষণার একটি বড় অংশ জুড়েই রয়েছে জ্বীন/জীন! তাও একটা জিন নয়, কয়েক শত জীন। পুরাতন কালে এরকম সম্ভব না হলেও প্রযুক্তিবিদ্যার উন্নতির দরুন আজকাল খুবই অল্প সময়ে বিশাল পরিমান জীন খোঁজে বের করা এবং তাদের সনাক্ত করার কাজ করা যায়। এটাকে মেটা জিনোমিক্স ( সম্ভবত: বহু জীনবিদ্যা বলা হয়)বলা হয়। আমি মাটির ব্যাকটেরিয়ার ১৬s বা ১৬শাকচুন্নী জীন নিয়ে কাজ করি । ভবিষ্যতে ১৮s বা ব্যাঙের ছাতা বা ছত্রাকের জীন নিয়েও মাথা ঘামানোর ইচ্ছে আছে। পকেট গড়ের মাঠ হওয়ায় আপাতত: ক্ষান্ত দিয়েছি।
shuvanahmed publisher