ইন্ডিয়ার একজন ট্যাক্সি ড্রাইভার যে খুব ভালো ইংলিশ বলতে পারে সে বাংলাদেশের একজন ট্যাক্সি ড্রাইভার যার ইংলিশ জ্ঞান শুন্য তার চেয়ে কত টাকা বেশি কামাই করে?

1 Answers   1.9 K

Answered 2 years ago

কি অদ্ভুত প্রশ্ন!

লোকে ট্যাক্সি ভাড়া করে কোথাও যাওয়ার জন্য। ড্রাইভারের কাছে ইংরেজি শেখা কিংবা তার ইংরেজি শোনার জন্য নয়।

চিন্তা করুন, ট্যাক্সি থামিয়ে ড্রাইভারকে আপনার গন্তব্য স্থান বললে তিনি যদি বলেন,"আমি ইংরেজি ভাষায় গ্রাজুয়েট। সে কারণে আমাকে ২৫% ভাড়া বেশি দিতে হবে" তাহলে, কি করবেন? তার অবাস্তব প্রস্তাবে রাজি হবেন, পুলিশের কাছে অভিযোগ জানাবেন, না মূর্খ ড্রাইভার খুঁজবেন? ‌

অল্প শিক্ষিত ড্রাইভার, বাংলাদেশে হোক কিংবা ইন্ডিয়ায়, ইংরেজি ভাষার ব্যুৎপত্তির অভাবে ভাড়ায় কোন ডিসকাউন্ট দেয় না, কিংবা বর্তমানকালের ভাষায় ক্যাশব্যাক দেয় না।

ভারতের চেন্নাই থেকে জয়পুর এবং পূর্বে শিলং পর্যন্ত ছোট-বড় অনেক শহরে ভ্রমণের সুযোগ হয়েছে। সবখানেই মোটামুটি মিটার অনুযায়ী ভাড়া নেয়া হয়। শিক্ষিত, অল্প শিক্ষিত, অশিক্ষিত বলে ভাড়ার হেরফের হয় না। আগ্রা, দার্জিলিং এসব পর্যটন শহরে ড্রাইভারদের সাথে হোটেল এবং দোকানিদের যোগাযোগ আছে। পর্যটকদের দোকানে কিংবা হোটেলে পৌঁছে দিলে কমিশন পায়। এটুকুই তাদের বাড়তি আয়।

কয়েক বছর আগে পারিবারিক গাড়ি চালানোর জন্য ড্রাইভার রেখেছিলাম। বিহারী ড্রাইভার। উর্দু হিন্দি বাংলা সব ভাষাই জানতেন। সুযোগ পেলে ইংরেজি বুলিও ছাড়তেন। তিনি রাস্তায় অন্যান্য ড্রাইভারদের ইংরেজি ভাষার গালাগালিগুলো ব্যবহার করতেন, ইডিয়েট, ননসেন্স এই সব আরকি। ভাষার নিরিখে দক্ষতা থাকলেও গাড়ি চালানোর দক্ষতা ছিল না।

এখন যে ড্রাইভার আছে তিনি কোনরকম রাস্তার নির্দেশ গুলো পড়তে পারেন, কিন্তু অত্যন্ত দক্ষ এবং ভদ্র। তাকে প্রাক্তন বহুভাষাবিদ বিহারী ডাইভারের থেকে বেশি বেতন দেওয়া হয়। বাংলাদেশে জনপ্রিয় বাহন উবার সিস্টেমে যারা গাড়ি চালান তারা প্রায় সবাই উচ্চশিক্ষিত। ডিজিটাল ব্যবস্থাপনা এবং জিপিএস সিস্টেম তাদের নখদর্পণে।

ঢাকায় ড্রাইভাররা নানা কিসিমের রিক্সা, ট্রাক, বাস, উপচে পড়া প্রাইভেট গাড়ি, ভ্যান গাড়ির অসহ্য যানজট ঠেলে যত্রতত্র রাস্তা পারাপারের জন্য ধাবমান জনতা এড়িয়ে যে দক্ষতা দেখিয়ে গাড়ি চালান দুনিয়ার আর কোন ড্রাইভারের পক্ষে সে দক্ষতা দেখানো সম্ভব নয়।

বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স এর প্রতিষ্ঠাতা ডক্টর ফরেস্ট কুকসন তাঁর ড্রাইভার সেলিমকে পৃথিবীর শ্রেষ্ঠ ড্রাইভার হিসেবে মনে করেন। সেলিম মোটামুটি কাজ চালানোর মত ইংরেজি জানেন।

প্রশ্নটা অদ্ভুত হলেও বিনোদনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।


Suriya Prema
suriyaprema
300 Points

Popular Questions