ইন্টেল প্রসেসরের জেনারেশন দিয়ে এর সক্ষমতা ও তৈরি হওয়ার সাল বুঝতে পারি। এএমডি প্রসেসরের ক্ষেত্রে কিভাবে বোঝা যাবে?

1 Answers   12.2 K

Answered 2 years ago

এএমডির প্রসেসর বা রাইজেন প্রসেসর গুলোরও জেনারেশন আছে। এমনকি তাদের জেনারেশন চেনার উপায়টাও একই।নিচে আমি রাইজেন ৫ এর চতুর্থ এবং পঞ্চম জেনারেশনের প্রসেসর দিয়ে উদাহরণ দিচ্ছি। এখানে 4 হচ্ছে জেনারেশন। এখানে 5 হচ্ছে জেনারেশন।


Himel Ahmed
Himel Ahmed
630 Points

Popular Questions