ইন্টারনেট সম্পর্কে বেশ ধারণা থাকায় কোন ফ্রিল্যান্সিং কোর্সটি আমার জন্য ভালো হবে?

1 Answers   3.1 K

Answered 2 years ago

কোন কোর্সটি ভালো হবে এটা দ্বারা আপনি সম্ভবত কোন প্রতিষ্ঠানের নাম জানতে চাইছেন না, জানতে চাইছেন কোন সেক্টরটা আপনার জন্য ভালো হবে!


নতুনদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার যে, তারা কোন সেক্টর নিয়ে কাজ শুরু করবে।

কেননা, ফ্রিল্যান্সিং ফিল্ডে আসলে দেখবেন কেউ বলছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করুন, কেউ বলবে গ্রাফিক্স করুন, কেউ বলবে ডিজিটাল মার্কেটিং করুন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি!

যেকোন কিছুই তো শেখা যায়। তবে সমস্যা হচ্ছে, আসলে আপনার জন্য কোনটা ভালো হবে এটা আপনি জানেন না, তাই শুরু করাটা অনেক বড় একটা ব্যাপার!


দেখুন, অনেকে অনেক কিছু বলবে, নানা মুনি নানা মত!

কিন্তু আপনার চিন্তা সম্পুর্ন আপনার।


আপনি যখন জানেন না, কোন সেক্টর কেমন ভাবে কাজ করে, তখন আপনার বোঝার উপায় নাই যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন?


ধরুন, একজন যদি না জানে, কম্পিউটার ব্যাবহার করে লাভ কি, আর ল্যাপটপ ব্যাবহার করে লাভ কি- তার ক্ষেত্রে কিন্তু কোনোটার আলাদা কোন ভ্যালু থাকে না।


সবথেকে ভালো উপায় হচ্ছে, ব্যাবহার করা।

আপনি কিছুদিন ল্যাপটপ ব্যাবহার করুন, আপনি কিছু দিন কম্পিউটার ব্যাবহার করুন।

ব্যাবহার করলেই আপনি বুঝবেন কোনটা আপনার জন্য ভালো, তাই তো?


এই একই ব্যাপার, আপনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও ভেবে দেখতে পারেন।

আপনি এর ভিতরের কোন কাজই করেন নাই, তাই আপনি জানেন না, কোন কাজ কেমন, কোন কাজ কিভাবে করতে হয়।

তাই যাস্ট শুরু করে দিন।


জিজ্ঞাসা করতে পারেন, কোন কাজ করে বেশি উপার্জন করা যায়?

দেখুন, এটা এমন একটা সেক্টর যেখানে আপনার দক্ষতা থাকলে আপনি যেকোন ফিল্ডেই খুব ভালো উপার্জন করতে পারবেন!


অনেক ওয়েব ডেভেলপার আছেন যারা মাসে কয়েক লক্ষ টাকা উপার্জন করে, আবার অনেকেই আছে যারা প্রতি মাসে ১০ হাজার করেও উপার্জন করতে পারে না।


আবার অনেক গ্রাফিক্স ডিজাইনার আছেন যারা মাসে কয়েক লাখ উপার্জন করেন, আবার অনেকে কিছুই করতে পারেন না!



সুতরাং, নির্ভর করছে আপনি কতটুকু দক্ষ!

আপনি দক্ষ হলে যেকোন সেক্টরেই ভালো কিছু করতে পারবেন।


তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে।

এই সেক্টর অনেক বড়, তাই এখানে অনেক বেশি স্কাম হয়, অনেক প্রতারণা হয়!

আপনি যেন প্রতারণার ফাদে পা দেন, সেটা অবশ্যই খেয়াল রাখবেন।


আরেকটা ব্যাপার, ডাটা এন্ট্রি কাজের দিকে না যাবার চেষ্টা করবেন, কেননা এখানে অনেক সমস্যা রয়েছে। আমি আগেও বলেছি কেন ডাটা এন্ট্রি কাজ করে মার্কেটপ্লেসে থাকা উচিত নয়!

চাইলে আমার প্রোফাইল থেকে দেখে আসতে পারেন।


আর ডিজিটাল মার্কেটিং এর অনেক শাখা থাকার কারণে, এই সেক্টরেও অনেক প্রতারণা হয়!

অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এইসব প্রতারণা করছে।

সুতরাং, কোথাও ভর্তি হবার আগে অবশ্যই সেটা জেনে নিবেন, একটু ভালো করে খোঁজ নিবেন।


এছাড়া, যদি কিভাবে কি করবেন সেটা না বুঝে থাকেন তাহলে আপনার যার ভিডিও ভালো লাগে, যার লেখা বা ব্লগ ভালো লাগে, এমন কোন ব্যাক্তির প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন।

আর যার প্রতিষ্ঠানে ভর্তি হবেন, সে আসলেই কিছু জানে কিনা এটা বোঝার জন্য তার কয়েকটা কন্টেন্ট স্টাডি করলেই বুঝবেন।


স্বভাবিক ভাবে যারা শুধু নিচের কথা গুলোর বাইরে কিছু জানে না, তাদেরকে স্কাম বলে একবারে বুঝে নিতে পারেনঃ


দেখুন, কিভাবে একমাসে ১ লক্ষ টাকা ইনকাম করবেন!

আমাদের ওমুক স্টুডেন্ট ২ মাসেই ৫০ হাজার টাকা ইনকাম করেছে!

আমাদের কোর্স করে দ্রুত কোটিপতি হয়ে যান!

কিছু না জেনে, না বুঝে, শুধু গরুর মতো এই ওয়েবসাইটে গুঁতা মারুন, উপার্জন করুন।

এখানে এড দেখুন, উপার্জন করুন।

কিছু না করে উপার্জন করুন, টাকা সরাসরি বিকাশে!

এই ধরনের লোকেরা আপনাকে যাস্ট লোভ দেখানোর জন্য এসব বলে! তাদের লোভে পড়বেন না!


আর অনেক মানুষ আছে যারা গঠনমূলক আলোচনা করে, এই সেক্টরের বিভিন্ন দিক তুলে ধরে, বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোকপাত করে, তারা অবশ্যই কিছু জানেন, সুতরাং এমন কেউ আপনার পছন্দের তালিকায় থাকলে তার কোর্সে ভর্তি হতে পারেন।


যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আগ্রহ থাকে, কোর্স করতে চান, তাহলে আমাকে ম্যাসেজ করতে পারেন, (অবশ্যই যদি আপনার এই সেক্টর নিয়ে আগ্রহ এবং আমার প্রতি বিশ্বাস থাকে, তাহলে নক দিবেন)


ধন্যবাদ,

ফ্রিল্যান্সিং বা অনলাইন ক্যারিয়ার সম্পর্কে কোন প্রশ্ন থাকলে বা আমার কোর্স সম্পর্কে জানতে আমাকে ফেসবুকে ম্যাসেজ করতে পারেন,


Neha Khatun
Neha Khatun
559 Points

Popular Questions