Answered 2 years ago
সরকার, বিরোধী দল, বিদেশী এজেন্ডার কোন হাত সরাসরি এসব অপকর্মে জরিত বলে আমার মনে হয় না। আমার মতে নির্দিষ্ট একটা গোষ্টি এর জন্য দায়ী। এই গোষ্টিটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি :~
স্বার্থান্বেষী মহল
মূর্খ মহল
স্বার্থান্বেষী মহল: এরা বিশেষ কোনো একটা ফায়দা লুটার জন্য এই কাজটা করে থাকে। ঝামেলা সৃষ্টির মাধ্যমে প্রতিপক্ষকে বিপদে ফেলা। বেশির ভাগ সময় অঞ্চলভিত্তিক বিরোধীদলের মানুষ এই অপশনে হাত লাগায়।
আবার বিশেষ কোনো স্বার্থ ব্যাতিতই অনেকে অকারণেই পরিকল্পিত সাম্প্রদায়িক সংঘর্ষ তৈরি করে।
মূর্খ মহল: এরা সব থেকে বিপদজনক প্রানী এই দুনিয়ায়। অকারণে নিজের ধর্ম রক্ষায় নিজেকে একমাত্র রক্ষক ভেবে প্রতিপক্ষের উপড় ঝাঁপিয়ে পড়ে! যে ধর্মে যে সৃষ্টিকর্তা সে একাই নিজের ধর্ম রক্ষায় যতেষ্ট। তোমাকে এই দুনিয়াতে তার গোলামী করতে পাঠানো হয়েছে। সন্ত্রাসী করতে না।
এবার যদি উত্তরের সোজাসাপ্টা জবাব দিতে হয় তবে আমি বলবো যে, ইসলাম অবমাননায় সংখ্যালঘুদের টার্গেট করছে মূর্খরা। এরা সবাই ধর্মান্ধ কেউ ধার্মিক না।
tasfinkhan publisher