Answered 2 years ago
বাংলাদেশের সব থেকে বড় বিদ্যুৎ বিতরণ কোম্পানী পল্লী বিদ্যুতায়ন বোর্ড। দেশের প্রায় ৫৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয় পল্লী বিদ্যুতের মাধ্যমে। এই সংস্থাটি দিনে আট’শ ৫১ মেগাবাইট কম বিদ্যুৎ পাচ্ছে। সেজন্য সারাদেশে লোডশেডিং করানো হচ্ছে। সারা বাংলাদেশে জ্বালানী তেলের দাম বৃদ্ধি সহ অনেক বেশি লোডশেডিং করা হচ্ছে ময়মনসিংহের জেলা গুলোতে। এছাড়াও রংপুর, ঠাকুরগাঁ, রাজশাহী, বগুড়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভী বাজার, সুনামগঞ্জ, নোয়াখালী, ফেনী এবং চাঁদপুরে দিনে অন্তত্য পাঁচ থেকে ছয় ঘন্টা পাচ্ছেনা গ্রাহকেরা। তবে কোন কোন এলাকায় দিনে ১৪ ঘন্টার মত লোড শেডিং হওয়ার অভিযোগ রয়েছে।
বিদ্যুৎ সংকটে বাংলাদেশ
বর্তমানে বাংলাদেশ বিদ্যুতের অভাবে বিপাকে পড়ছে অনেক শিল্পখাত। উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়তী দামে ডিজেল কিনছে শিল্প কারখানাগুলো। সেক্ষেত্রে বেড়ে যাচ্ছে উৎপাদন ব্যয়। অথচ কয়েকদিনে আগে তোমন কোন ঘাটতি ছিল না বিদ্যুতের। বরং উৎপাদন ছিল চাহিদার অতিরিক্ত। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের দাবী বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সংকট রয়েছে গ্যাস সরবরাহের। তাই এই লোডশেডিং আর কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা জানাতে পারেনি বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অথচ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত এক দশকে বিদ্যুতের অনেকটাই সয়ংসম্পূর্ণ হয়েছিল দেশ। চাহিদা উৎপাদান ও সরবহের সামঞ্জস্য থাকায় জন জীবন থেকে মোটামুটি বিদায় নিয়েছিল লোডশেডিং এর সম্প্রতি। রাজধানী সহ দেশের বিভিন্ন শহর অঞ্চলে বিদ্যুৎ বিভাগ হত না বললেই চলে। সেই পরিস্থিতি থেকে দেশে হঠাৎ করে এলো যেন ফিরে এলো ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকার পুরোনো দুঃসহ স্মৃতি। গ্যাসের সরবরাহে কি এর একমাত্র কারণ হতে পারে না কি অন্য কিছু। ইউক্রেন যুদ্ধ সহ বিশ্ব পরিস্থিতিরো বা কতটুকু দায়ী রয়েছে এই বিদ্যুৎ দূর্ভোগের পিছনে।
কি কারণে গ্যাসের এমন সংকট
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গ্যাসের সরবরাহ অনেক কমে গেছে। এর কারণ হচ্ছে বিশ্ব বাজারে গ্যাসের দাম আবারো বেড়ে গেছে। এছাড়াও জ্বালানী তেলের দামও আগের তুলনায় অনেক বেশি। কয়েকদিন আগেও বিশ্ব বাজারে প্রতি ইউনিট গ্যাসের দাম ছিল মাত্র ২৫ ডলার। বর্তমানে তা বেড়ে গিয়ে ৩৮ ডলার হয়েছে। সরকার এখন প্রাকৃতিক গ্যাস ক্রয় করছে না। কয়েক দিনে বাংলাদেশে গ্যাসের সরবরাহ ৩০ শতাংশ কমে গেছে। মূলত সে কারণেই বিদ্যুৎ উৎপাদন অনেক কম হচ্ছে। সারাদেশে বিদ্যুৎ লোডশেডিংও বেড়ে গেছে। জ্বালানীর মূল্য বৃদ্ধির জন্য বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশন দিনে একশত কোটি টাকারও বেশি লোকশান করছে। তাই গ্যাস ও তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো যাচ্ছে না। বাধ্য হয়ে ঘন ঘন লোডশেডিং করা হচ্ছে।
ভয়াবহ গ্যাস সংকটগ্যাস সরবরাহ কমে যাওয়া কারণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গ্রাহকেরা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস একদমই পাচ্ছে না। বেশ কিছু এলাকায় গ্যাসের চাপ অনেক কমে গেছে। এছাড়ও সাভার, মানিকগঞ্জ এবং নারয়ণগঞ্জ শিল্প কারখানাগুলোতেও গ্যাসের অভাবে উৎপাদান প্রক্রিয়া ব্যহত হচ্ছে। তবে গ্যাসের অভাবে সব থেকে খারাপ অবস্থা হয়েছে বিদ্যুৎ খাতে। গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রে অধিকাংশই বন্ধ রাখতে হচ্ছে।
rohanahmed publisher