ইতিহাসে কোন ইহুদি খ্রিষ্টান মুসলিম রুপ ধারণ করে ইসলামের ক্ষতি করেছে?

1 Answers   4.9 K

Answered 2 years ago

আমার জানামতে, আবদুল্লাহ ইবনে সাবা অনেক ক্ষতি করেছে। তার প্ররোচনায় মানুষ ওসমান রা. কে হত্যা করলো। যার বিদ্রোহের আগুনে জঙ্গে জামাল ও জঙ্গে সিফফিনের মতো কাহিনী ঘটলো। তার অনুসারীদের মধ্য থেকে লোকেরা আলী রা. কে খোদার সমতুল্য মনে করলো। তার কারণে খারেজিরা আলী রা. কে কাফের মনে করলো।

আগ্রহীদের মাওঃ ইসমাইল রেহান লিখিত"মুসলিম উম্মাহর ইতিহাস" বইটি পড়ার অনুরোধ রইল।


Mimi Islam
mimiislam
300 Points

Popular Questions