ইতিহাসের সবচেয়ে ভয়ংকর মানসিক চিকিৎসা পদ্ধতি কোনটি?

1 Answers   8.8 K

Answered 2 years ago

ট্রেপানেশন হল ‘অস্বাভাবিক’ আচরণ করা লোকেদের মাথার খুলিতে ছিদ্র করার মাধ্যমে চিকিৎসা করার প্রাচীন পদ্ধতি। আগের মানুষ মনে করতো রোগীর মাথার ভেতরে কোনো অশুভ আত্মা ঢুকে গেছে, যা তাকে এমন অদ্ভুত আচরণ করতে বাধ্য করছে। আর সেই অশুভ আত্মাকে মাথা থেকে বের করতে করা হতো মাথায় ছিদ্র।

ট্রেপানেশন বেশিরভাগই প্রাপ্তবয়স্ক মানুষের করা হতো। এছাড়াও মাথাব্যথা,মৃগীরোগ এবং অন্যান্য মানসিক রোগের চিকিৎসা এই পদ্ধতিতে করা হতো।

এই চিকিৎসা করার সময় কোন প্রকার চেতনানাশক ব্যবহার করা হতো না। আশ্চর্যজনক হলেও সত্যি এই চিকিৎসা পদ্ধতিতে রোগীর মৃত্যুর ঘটনা ছিলো খুবই কম!

ট্রেপানেশন এশিয়া (বিশেষত চীন), আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকায় (বেশিরভাগ পেরু) প্রচলন ছিলো বেশি।

Rahat Ahmed
rahatahmed
419 Points

Popular Questions