ইতিহাসের সবচেয়ে বড় ভুল কোনটি?

1 Answers   9.5 K

Answered 2 years ago

ভুল করা মানুষের সহজাত প্রবৃত্তি বলেই হয়ত আমরা হর-হামেশাই ছোট-খাট ভুল করে থাকি। আবার এই সব ভুলের জন্য আবার মাশুলও দিয়ে থাকি রোজ রোজ। কিন্তু আপনি কি জানেন? মানুষের করা কিছু ভুল বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস! যে ভুলের কারণে গিয়েছিল কোটি মানুষের প্রান – ক্ষতি হয়েছিল হাজার কোটি ডলার বা যে ভুলগুলো না করলে হয়ত থেমে যেত অনেক যুদ্ধ। হ্যাঁ, জনাব মানুষ দ্বারা এমনই অনেক ভুল হয়েছে, যা না ঘটলে বদলে যেত পৃথিবীর ইতিহাসের পাতা। আজ করবো মানব ইতিহাসের সবথেকে বড় ভুলগুলোর পোস্ট মর্টেম –

  • জে কে রাওলিং-এর হ্যারি পর্টার সিরিজ বুমসবারি পাবলিশারের ব্যানারে প্রকাশিত হয়। কিন্তু আপনি কি জানেন প্রকাশ হওয়ার পূর্বে হ্যারি পর্টার সিরিজের পান্ডুলিপি নিয়ে বেচারী জে কে রাওলিং ১২জন প্রকাশকের কাছ থেকে প্রত্যাক্ষিত হয়ে এসেছিলেন । শেষ পর্যন্ত বুমসবারি পাবলিশারের মালিকের ৮ বছরের কন্যা এলিস তার বাবাকে শুপারিশ করে হ্যারি পর্টার পাবলিশ করার ব্যাবস্থা করেন। ৮ বছরের প্রিয় কন্যার মন রক্ষার্থে পাব্লিশ করা হ্যারি পর্টার সিরিজ টি বর্তমানে প্রায় ৬০টি ভাষায় অনুদিত হয়েছে এবং প্রাকাশকের লাভের হিসাব বাদ ই দিলাম যাস্ট রাউলিং তার রাইটিং স্বত্ব থেকে প্রায় এক বিলিয়ন ইউরো আয় করেছেন- এখন বুঝুন সেই ১২ জন প্রকাশকের মনের অবস্থা কেমন এখন যারা রাইলিং কে নয় ঘরের লক্ষি পায়ে ফিরিয়েছিলেন।
  • জন লেনন, পল ম্যাকার্টনি, জর্জ হ্যারিসন এবং রিঙ্গো স্টার- ইংল্যান্ডের লিভারপুল শহরের চার তরুণের অ্যাকুয়াস্টিক প্রধান ব্যান্ড 'বিটলস'। ১৯৬২ সালের কথা, আধুনিক সংগীত ইতিহাসে সবচেয়ে আলোচিত এই ব্যান্ড যখন একেবারে অচেনা- তারা নিজেদের প্রথম অ্যালবাম প্রকাশের জন্য একটি প্রযোজনা সংস্থা খুঁজছিল, তখন লন্ডনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ডেকা রেকর্ডসে একটি অডিশন দেওয়ার সুযোগ আসে। তারা লিভারপুল থেকে লন্ডনে গাড়ি চালিয়ে চলেও যায়, কিন্তু ডেকা রেকর্ডসের একজন এক্সিকিউটিভ, ডিক রোয়ি তাদের গান শুনে না করে দেন। তার মতে, এই গিটার গ্রুপের কোনো সম্ভাবনাই নেই! এই 'না' যে কত বড় ভুল হয়ে ধরা দিয়েছে প্রতিষ্ঠানটির জন্য, সেটা বোঝা যায় মাত্র বছর দুয়েকের মাথায়। এর তিন মাস পরেই ইএমআই রেকর্ডস তাদের সঙ্গে চুক্তি করে এবং প্রথম অ্যালবাম বের হওয়ার পরপরই বিটলস ইংল্যান্ড ছাড়িয়ে আমেরিকা ও ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে, ১৯৬৪ সালে শুধু আমেরিকাতেই বিটলসের অ্যালবাম বিক্রি হয় ৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি! বুঝতেই পারছেন, বিটলসদের চিনতে ভুল হওয়ায় ডেকা রেকর্ডস কি বড় ভুলই না করেছিল।
  • মিশরের আলেকজান্দ্রিয়া ছিল তৎকালীন দুনিয়ার সব চেয়ে বড় বিদ্যাপিঠ- আলেকজান্দ্রিয়া লাইব্রেরী ছিল সারা দুনিয়ার সব চেয়ে বড় লাইব্রেরী। কিন্তু গ্রীকরা যুদ্ধে জয়ী হয়ে রোমান নগর আলেকজান্দ্রিয়া দখল করে – এবং আলেকজান্দ্রিয়ায় অবস্থিত তৎকালীন পৃথিবীর সবথেকে সমৃদ্ধ লাইব্রেরিটি পুড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। তখন পৃথিবীর জ্ঞানগর্ভ হিসেবে আলেকজান্দ্রিয়া লাইব্রেরীটিকে বিবেচনা করা হতো। এই লাইব্রেরি পুড়িয়ে দেয়ার ফলে ৩ ভাগের দুই ভাগ জ্ঞানই পৃথিবীর থেকে হারিয়ে যায়।
  • নেপোলিয়ান আর হিটলারের মধ্যে মিল কি জানেন? এরা দুই জন স্বৈরশাসক ছিলেন আর তারা একি ভুল করে তাদের পতন ডেকে এনেছিলেন – তা হল শিত কালে রাশিয়া আক্রমন করা। রাশিয়ার তীব্র শীতে নেপোলিয়ন এবং হিটলার কারো সৈন্যই শেষ অব্ধি টিকে থাকতে পারেনি। আর এই ভুলের কারণে হিটলার এবং নেপোলিয়ন দুজনের ভাগ্যেই কি ঘটেছিল তা সবার জানা।
  • জার্মান আবিস্কারক ফার্দিনান্দ ভন জেপ্পলিন ১৮শ' শতকের শেষ ভাগে লম্বা বেলুনের মতো গ্যাসে চলমান এক ধরনের বিশেষায়িত বিমান আবিস্কার করেন, যার নাম দেয়া হয় 'জেপ্পলিন'। ১৯০০ সালে এটি উড্ডয়নও করা হয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা এই জেপ্পলিনের সহায়তায় বেশ সাফল্য লাভও করে। কিন্তু জেপ্পলিন মূলত যাত্রী পরিবহনের কাজেই ব্যবহূত হতো। ৩০ বছর সাফল্যের সঙ্গে পরিচালনার পর জার্মান সরকার এবং জেপ্পলিন কোম্পানি সবচেয়ে বড় জেপ্পলিন নির্মাণ করে; নাম দেওয়া হয় হাইডেনবার্গ। বর্তমান বোয়িং ৭৪৭ জাম্বো জেটের তুলনায় হাইডেনবার্গ ছিল উচ্চতায় দুই গুণ বড় এবং দৈর্ঘ্যে তিন গুণ বড়। ছোট্ট একটি ভুলের কারণে হাইডেনবার্গ ১৯৩৭ সালে ৯৭ জন যাত্রী নিয়ে ধ্বংস হয়ে যায় এবং এই জেপ্পলিনও চিরতরে বন্ধ হয়ে যায়। ভুলটা হলো, জেপ্পলিন কোম্পানি বেশি লাভ ও দ্রুতগতির জন্য আশায় কম দাহ্য গ্যাস হিলিয়ামের বদলে সে যাত্রায় হাইডেনবার্গে ব্যবহার করে অধিক মাত্রার দাহ্য গ্যাস ও হাইড্রোজেন গ্যাস। ১৯৩৭ সালের ৬ মে জার্মানি থেকে আমেরিকায় পৌঁছে নিউজার্সির লেকহার্সটে অবতরণের সময় হঠাৎ আগুন ধরে যায় এবং মাত্র ৩৭ সেকেন্ডেই পাহাড়সম বাহনটি পুড়ে অঙ্গার হয়ে যায়।
  • রাশিয়ার বিশাল আয়তনের জন্য এর জার শাসকদেরকে বারবারই সমস্যায় পড়তে হত। তখন রাশিয়ানরা আলাস্কাকে একটি অনুর্বর ভূমি মনে করে আমেরিকার কাছে মাত্র দুই পয়সা প্রতি একর বা প্রায় ৭ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছিল। আর সেই ক্রয়ের কিছু বছর পরই আমেরিকানরা আলাস্কাতে অসংখ্য সোনার খনি আবিষ্কার করে। সোনার খনি ছাড়াও আলাস্কাতে রয়েছে প্রচুর সমৃদ্ধ জ্বালানী গ্যাস এবং তেলের খনি।
  • আমেরিকান ইন্টারনেট সার্চ ইঞ্জিন এবং ওয়েবসাইট 'এক্সাইট'-এর নাম শুনেছেন ক'জন? হাতেগোনা কয়েকজনই হবেন হয়তো। কিন্তু এ কোম্পানির সুযোগ ছিল এখনকার 'গুগল' সার্চ ইঞ্জিনটি কিনে নেওয়ার। সেটা কীভাবে? ১৯৯৯ সালে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন নতুন ধারার একটি সার্চ ইঞ্জিন আবিস্কার করেন। এটা বিক্রি করতে তারা ইয়াহু, এল্টা ভিস্তাসহ অনেকের কাছেই ধরনা দেন। সবাই তাদের হতাশ করেন কিন্তু এক্সাইটের সিইও জর্জ বেল তাদের সার্চ ইঞ্জিন কেনার আগ্রহ প্রকাশ করেন। প্রথমে তারা এক বিলিয়ন মার্কিন ডলার দাম চান, দামাদামির এক পর্যায়ে সেটা সাড়ে সাত মিলিয়নে নামিয়ে আনেন কিন্তু জর্জ বেলের কাছে এই দামও বেশি মনে হয়। মজার কথা হলো, মাত্র এক দশকের মাথায় গুগল বিশ্ব জয় করে নেয় এবং বিশ্বাস করুন আর না-ই করুন গুগলের বর্তমান বাজার মূল্য প্রায় ৪০০ বিলিয়ন মার্কিন ডলার!
  • পলাশির যুদ্ধের কথা মনে আছে? নবাব সিরাজের কাছে ছিল ৫০ হাজার সেনা আর লর্ড ক্লাইভের কাছে ছিল সারে চার হাজার সেনা তাও আবার আরাই হাজার সেনা যুদ্ধ করবে না শুধু ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে – এমন টাই সর্ত ছিল । কিন্তু বেচারা সিরাজ উদ দৌলা বার বার মোনাফেকী করে ধরা পড়া লোক জন কেই তার সেনা নায়কের পদ দিয়েছিলেন- ফলাফল ২৫০ বছরে পরাধীনতা।
  • ফ্রান্সের রেলওয়ে বিভাগ ২০১৬ সালে ১৫ বিলিয়ন ডলার মূল্যের নতুন নতুন অত্যাধুনিক সব ট্রেন অর্ডার করে। কিন্তু ট্রেনের প্রোডাকশন শেষ হবার পরে দেখা যায় নতুন নির্মিত এই ট্রেনগুলো এতটাই চওড়া যে পুরো ফ্রান্স ব্যাপি প্রায় ১৩ শত পুরাতন রেলওয়ে স্টেশনে প্রবেশই করতে পারবে না। পরবর্তী ফ্রান্স সরকার ৫০ বিলিয়ন ডলারের বিনিময়ে সেই ১৩ শত রেল স্টেশন ঠিক করার স্বিদ্ধান্ত নেয় । তখন যদি একটু সতর্ক হত তবে ফ্রেন্স রেলওয়ে বিভাগ এই ভুলটি সংশোধন করতে পারতো।আর এত ক্ষতির স্বীকার হতে হত না।
  • ইতিহাসের অন্যতম আলোচিত জাহাজডুবির ঘটনার মধ্যে টাইটানিকের নাম প্রথমেই চলে আসে। ১৯১২ সালে তৎকালীন সময়ের সবচেয়ে বড়, শক্তিশালী এবং অদম্য জাহাজ টাইটানিক। প্রায় আড়াই হাজার যাত্রী নিয়ে ইংল্যান্ড থেকে আমেরিকার উদ্দেশে যাত্রা করার পাঁচ দিন পর জাহাজটি একটি বিরাট বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এতে প্রাণহানি ঘটে প্রায় ১ হাজার ৫০০ জনের। টাইটানিকের ডুবে যাওয়ার পেছনে মালিক পক্ষের কিছু ভুলকেই দায়ী করা হয়। যেমন- জাহাজে পর্যাপ্ত পরিমাণে সেইফ গার্ড ছিল না। এত মানুষের জন্য লাইফবোট ছিল মাত্র ১৬টি। জাহাজ চালকদের কাছে ছিল না বাইনোকুলার এবং সঠিক আলোর ব্যবস্থা। তৈরির পর টাইটানিক বারবার পরীক্ষা করা হলেও জাহাজটি টেস্টিং রান বা চালিয়ে দেখা হয়নি একবারের জন্যও। বাইনোকুলার, আলো এবং দূরত্ব পরিমাপক যন্ত্রের অভাবে শেষ পর্যন্ত মধ্যরাতে বরফখণ্ডে আঘাত লেগে ডুবে যায় জাহাজটি। টাইটানিকের এই অব্যবস্থাপনাকে কী বলবেন অসচেতনতা নাকি ভুল?
  • হোয়ার্টস এপ এর কথা তো সবাই জানেন- ২০০৯ সালে ফেসবুক ব্রেইন অকটন এবং জ্যাম কউম নামের দুই জন প্রোগ্রামারের চাকরির প্রস্তাব ফেসবুক নাকোচ করে দেয়। ফেইসবুকের কাছ থেকে ব্যার্থ হয়ে ফিরে এসে এই দুই প্রোগ্রামার নিজেদের আইডিয়া গুলো নিয়ে নিজেরাই কাজ শুরু দেন এবং হোয়াটস এপ তৈরি করেন। এর পর কয়েক বছর পর ফেসবুক যখন নিজের ভুল বুঝতে পারে এবং সেই দিনের প্রত্যাক্ষিত প্রগ্রামার ব্রেইন ও জ্যামের কাছ থেকে প্রায় ১৯ বিলিয়ন ডলারে কিনে নেয় হোয়াটসএপ।
  • অপর্যাপ্ত ঘুম কখনও কখনও হয়ে উঠেছে ভয়াবহ কিছু ভুলের কারণ। যেমন চেরনোবিল দুর্ঘটনার কথাই যদি বলি- ১৯৮৬ সালের ২৬ এপ্রিল ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঘটা বিস্ম্ফোরণ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হিসেবে ধরা হয়। বিস্ম্ফোরণের ওই রাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দু'জন কর্মী মারা যান এবং ২৪০ জন কর্মী বিকিরণে নিঃসরিত বিষবাষ্প দূষণের শিকার হন। এর কয়েক সপ্তাহের মধ্যে আরও ২৮ জন নিহত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৬ সালে বলেছিল, দুর্ঘটনায় বিষাক্ত প্রতিক্রিয়ার ফলে গত ১৫ বছরের বেশি সময় আসলে কত লোক পরোক্ষভাবে জীবন দিয়েছেন তা নির্ণয় করা সত্যিই দুরূহ। চেরনোবিল প্লান্টে কর্মরত প্রকৌশলীরা সেই রাতে না ঘুমিয়ে টানা ১৩ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করছিলেন বলেই এ দুর্ঘটনা ঘটে। আরেকটি ঘটনা ১৯৮৯ সালের। তেলবাহী একটি সুপার ট্যাংকার ভুল করে অগভীর চরে ধাক্কা লেগে ফেটে যায়। যার কারণে প্রায় দুই লাখ ৫৪ হাজার ব্যারেল অপরিশোধিত তেল ঝরে পড়ে। ফলে সেখানকার জীববৈচিত্র্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তদন্তে দেখা যায়, ট্যাংকারের একজন গুরুত্বপূর্ণ কর্মী তন্দ্রাচ্ছন্ন হয়ে ট্যাংকারটি চালাচ্ছিলেন। কারণ তিনি টানা ২২ ঘণ্টা ধরে জাহাজের তেল লোড করেছিলেন। ১৯৮৬ সালের জানুয়ারিতে নাসার মহাকাশগামী যান উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্টেম্ফারিত হয়েছিল। সাতজন নাবিকের সবাই নিহত হন। প্রেসিডেন্সিয়াল কমিটির রিপোর্টে বলা হয়, ওই উৎক্ষেপণ কাজে নিয়োজিত কর্মীরা সেদিন মাত্র দুই ঘণ্টা ঘুমিয়ে রাত ১টায় নাসার উৎক্ষেপণস্থলে এসে হাজির হন। ফলে যা হওয়ার তা তো হলোই।
  • আপনি কি জানেন? নিকট ইতিহাসে পৃথিবীর সবথেকে বড় দাবানল স্রেফ একজন শিকারীর সামান্য ভুলের কারণে সংগঠিত হয়েছিল। মার্কিন যুক্তরাস্টের ক্যালোফোর্নিয়া অঙ্গরাজ্যে সংগঠিত সেই দাবানলটি একটি ফ্রেয়ারের আগুনের কারণে সংগঠিত হয়েছিল। শিকাররত অবস্থায় দুই শিকারী একে অপরের থেকে কোন কারনে আলাদা হয়ে গেলে একজন অপরজনকে খোঁজার জন্য এই ফ্রেলার নিক্ষেপ করে। আর সেই ফ্রেলারই দাবানলের সৃষ্ঠি করে যার ফলে ক্ষতির পরিমান দ্বারায় ১৫ বিলিয়ন ডলার।
  • অস্ট্রেলিয়াকে বৃটিশদের প্রায় ১০০ বছর আগে ডাচ বা নেদারল্যান্ডের নাবিকরা আবিষ্কার করে। কিন্তু অনুর্বর মরুভূমি মনে হওয়ায় তাড়া সেখানে কলোনি স্থাপন করেনি। যা ডাচ দেড় করা ইতিহাসের অন্যতম বড় ভুল হিসাবে ধরা হয়।
  • দ্বিকবিজয়ী মহা বীর আলেকজান্ডার দ্যা গ্রেট তার মৃত্যুর পূর্বে নিজের কোনো উত্তরসূরি ঘোষনা করে যান নি। যার জন্য তার পুরো পৃথিবী জয় করা সম্রাজ্যের পতন ঘটেছিল খুব তাড়াতাড়ি ই।
  • সব ভুল যে শুধু সমস্যা আর হতাশা তৈরি করেছে এমনটাও কিন্তু নয়। কিছু কিছু ভুল থেকে হয়েছে ফুলও! ভুল থেকে কখনও কখনও হয়েছে দারুণ কিছু আবিস্কারও। প্রথমেই বলি আলেকজান্ডার ফ্লেমিংয়ের পেনিসিলিন আবিস্কারের কথা। কোটি মানুষের জীবনরক্ষাকারী মহাষৌধ পেনিসিলিন আবিস্কার হয় অনেকটা ভুল থেকেই। অনেক দিন থেকেই ফ্লেমিং চেষ্টা করছিলেন খারাপ জীবাণুনাশক একটি ব্যাকটেরিয়া বা ওষুধ আবিস্কারের।

Nayeem Khan
Nayeem Khan
558 Points

Popular Questions