আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র হচ্ছে একে47। পৃথিবীর যে কোন ব্যক্তি তিন চার ঘণ্টার মধ্যে এ রাইফেল চালানো শিখে নিতে পারেন এবং যে কেউ এটি চালাতে পারবেন। পৃথিবীতে একে৪৭ দিয়ে যত মানুষ হত্যা করা হয়েছে অন্যান্য অস্ত্র দিয়ে তার সিকিভাগও করা হয়নি আমার মনে হয়।
একে-৪৭ বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় আগ্নেয়াস্ত্র। এটি একটি গ্যাস পরিচালিত স্বয়ংক্রিয় অস্ত্র। এর ডিজাইনার রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) মিখাইল কালাশনিকভ।
সোভিয়েত ইউনিয়নে রেড আর্মিতে একে ৪৭ জনপ্রিয়তা পেলে, সোভিয়েত ইউনয়ন তার বন্ধু দেশ ভিয়েতনাম সহ অন্যন্য দেশ গুলিকে একে ৪৭ হাতিয়ার দেন।
কিন্তু একে-৪৭ তার ভয়ঙ্কর রূপ দেখায় ১৯৫৫ সালে ভিয়েতনাম আমেরিকা যুদ্ধে। আমেরিকার সর্বাধুনিক হাতিয়ার এম-১৬ কে ধুলো চাটিয়ে দেয় একে ৪৭ রাইফেল।
একে-৪৭ এর তীব্র গতি ও মারণ ক্ষমতা যুদ্ধ ক্ষেত্রে রণচন্ডি হয়ে,বিভীষিকা ছড়িয়ে দেয়। প্রতি সেকেন্ড ১০ রাউন্ড ব্রাস্ট ফায়ার আমেরিকার সেনাদের যুদ্ধ ক্ষেত্রে দিশেহারা করে দেয়।
Mohon Ali publisher