Answered 2 years ago
ভাই আমি বিবাহিত না তবে নিজের একদম কাছের মানুষ জন দের দেখে কিছু টা বলতে পারি।
আমার দুই কাজিন আছেন।
তারা দুইজন ইই ইডেন এ পড়েছেন। তাদের রুচি, চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী, রুচি একদম মাশাআল্লাহ।
সিদ্ধান্ত গ্রহণ এবং পারিবারিক জীবন ও আলহামদুলিল্লাহ।
তারা শুধু পারিবারিক জীবনেই টপ নচ না, পড়ালেখা তেও টপ নচ।
তাদের মধ্যে বড় বোন রসায়ন বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। ২০১৫ সালে, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এ ২৫০০০+ বেতনে সরাসরি চাকরি করার অফার পেয়েছিলেন। যদিও তিনি করেন নি, তার বান্ধবী কে দিয়েছেন ।
তার ছোট বোন বোটানি বিভাগের পড়ালেখা করেছেন, তিনি ও মেধাবী । আবার অনেক এর ক্ষেত্রে উল্টা ও হয়।
ভালো খারাপ মিলেই পৃথিবী। কোনো প্রাতিষ্ঠানিক দিক দিয়ে কেউ ইই বলতে পারবেন না। জেনারালাইজড করা অসম্ভব।
emonkhan publisher