ইঞ্জিল কিতাবে রাসূল সাঃ-কে কোন নামে অবহিত করা হয়েছে?

1 Answers   6.8 K

Answered 2 years ago

ইসলাম দাবি করে পূর্ববর্তী কিতাবগুলি বিকৃত হয়েছে।

আবার একই সাথে ইসলাম দাবি করে আহলে কিতাব ও অমুসলিমদের ইসলামে আসা উচিত। কেননা তাদের ধর্মগ্রন্থই বলে যে মুহাম্মদ সাঃ হলো শেষ নবী। এটা ইসলামের দ্বিচারিতা নয় কি?

কেননা বিকৃতই যদি হয়ে থাকে তাহলে তো মুহাম্মদ শেষ নবী হবেন এটা ইনজিলে থাকলেও এর কোন ভিত্তি নেই।

তাহলে সুবিধার নেবার সময় পূর্ববর্তী কিতাব বিকৃত হয় নি। বরং কুরআন হলো পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী।

তিনি সত্য সহকারে তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন, যা পূর্বতন কিতাবের সমর্থক এবং তিনি তাওরাত ও ইঞ্জীল অবতীর্ণ করেছেন (৩ঃ৩)

ধন্যবাদ


Tasfun Khan
tasfinkhan
528 Points

Popular Questions