ই-কমার্স ব্যবসা সম্পর্কে জানাবেন কি?

1 Answers   10.6 K

Answered 2 years ago

ই কমার্স। বর্তমানে অনেক জনপ্রিয় একটি কেনাকাটার মাধ্যম। এটি এখন ক্ষুদ্র কোন ব্যপার না এটা একটা অনেক বড় ইন্ড্রাস্টিতে পরিণত হয়েছে । আপনি যেহেতু কোন নির্দিষ্ট প্রশ্ন করেননি তাহলে একদম শুরু থেকেই শুরু করতে হবে দেখছি!

মেইন জিনিসটা হচ্ছে, অনলাইন ভিত্তিক একটা প্ল্যাটফর্ম থাকবে যেটাতে আপনি পন্য দেখতে বা পন্য সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন। আপনার যদি পন্য পছন্দ হয় তখন আপনার নাম ঠিকানা দিয়ে পেমেন্ট করে দিবেন বা ক্যাশ অন ডেলিভারি করবেন। তখন ওই ই কমার্স কোম্পানি পন্যটা আপনার দ্বারে পৌছে দিবে। মানে মান্দার আমলের থলে নিয়ে টাকা পকেটে নিয়ে সাদা ফতোয়া পরে বাবারা এখন হাটবারে হাটে যাবার দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। কারণ এখন ঘরের আলু - পটল থেকে দামি দামি সব জিনিস আপনাকে এক ক্লিকেই আপনার দ্বারে এনে দিচ্ছে। ই কমার্সের প্রসার বাড়ছে এবং ভবিষ্যতে বাড়বেই!


Rasel Hasan
rasel5265
184 Points

Popular Questions