Answered 2 years ago
আমি বাংলাদেশী হলেও আমার বর্ণ আফ্রিকানদের চেয়ে কম কালো নয়। ছেলে হওয়া সত্বেও বাংলাদেশে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত শুধু মাত্র এক্সট্রা অর্ডিনারি কালো হওয়ার কারণে বহুবার ডিসক্রিমিনেশন এর শিকার হয়েছি। এমনকি নিজের আত্মীয়-স্বজনও অনেক সময় খুটা দিয়ে কথা বলতো। কিন্তু জার্মানিতে আসার পর চামড়ার রঙের জন্য কোনো বর্ণবাদের শিকার হই নি। আমি জার্মান ভাষা বাংলা ভাষার মতোই ফ্লুয়েন্টলি বলতে পারি। জার্মানিতে আমার ১০০% ফ্রেন্ড জার্মান কিংবা পশ্চিম ইউরোপিয়ান। জার্মানিতে আসলে আপনাকে জার্মানদের মেন্টালিটি বুঝতে হবে, জার্মান ভাষা জানতে হবে, এবং জার্মানদের মতো চলা শিখতে জবে। অন্যথায় আপনি এক্সক্লুডেড ফিল করবেন এবং এটাকে আপনি ভুলবশত বর্ণবাদ ভেবে বসতে পারেন।
mrgroot publisher