ইউরোপের সকল পেশার মানুষ বাংলাদেশের মানুষের তুলনায় বেশি সৎ কেন?

1 Answers   1.7 K

Answered 2 years ago

বাংলাদেশের মানুষ অসৎ কর্মকাণ্ডের খুচরা বেপারী। যেমন পুলিশ পাবলিকের পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে চাঁদা আদায় করে। এসব অসৎ কর্মকাণ্ডের ফিরিস্তি নতুন করে বয়ান করার প্রয়োজন আছে বলে মনে না।

ইউরোপ আমেরিকার লোকজন পাইকারি বেপারী। ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ করোনার টিকা নামে ‌ ওষুধ কোম্পানিগুলো ‌‌ ধোকা দিয়ে কি পরিমান সম্পদ কুক্ষিগত করেছে তা চিন্তার বাইরে। এসব টিকায় তেমন কাজ হয়েছে বলে কোন প্রমাণ নাই।‌‌ বেশিরভাগ লোক জন মারা গেছে উন্নত বিশ্বে।

মেধা সত্ব সংরক্ষণের নামে ‌‌ তারা একচেটিয়া ব্যবসা করে ‌ মুনাফা লুটে নিয়ে যায়।

অস্ত্র বিক্রি করলে বেলা লাভ হয়। অস্ত্র কারখানাগুলোর চালু রাখতে তারা দুনিয়ার কোথাও না কোথাও যুদ্ধ লাগিয়ে দেয়। ‌‌ খোদ ইউরোপে বসনিয়াসহ বলকান এলাকায় সার্বিয়ানরা ৯০ দশকে দীর্ঘকাল ব্যাপী গণহত্যা চালালেও বন্ধ করতে জাতিসংঘ অথবা বড় বড় শক্তি কোন চেষ্টা করে না। যুদ্ধ করতে অস্ত্র সাপ্লাই করে, ধ্বংসলীলা শেষ হলে সাহায্য সামগ্রী সাপ্লাই করে নিজেদের ব্যালেন্স অফ পেমেন্ট উন্নত করে। এখন ইউক্রেনে অস্ত্র সরবরাহের জোয়ার লেগে গেছে।

সুইডেন, নরওয়ে শান্তির জন্য নোবেল প্রাইজ দেয় কিন্তু দুনিয়া ভর মারাত্মক অস্ত্রশস্ত্র সরবরাহ করে নিজেদের দেশকে ফলে ফুলে সুশোভিত করেছে।

ইউরোপিয়ান ইউনিয়নের ‌ ২৮টি রাষ্ট্র একজোট বেঁধেছে দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করার জন্য। তারা নিজেদের মধ্যে ‌ ব্যবসা-বাণিজ্য করে বিনা শুল্কে কিন্তু বাইরে থেকে কম্পিটিশন ঠেকাতে শুল্কের দেয়াল তুলে দিয়েছে।

তৃতীয় বিশ্বের দেশগুলোকে তাদের মেশিনপত্র গছাবার জন্য নানাভাবে প্রলুব্ধ করে। ফরেন এডের নামে তারা অনাবশ্যক মেগা প্রজেক্ট অর্থায়ন করে তৃতীয় বিশ্বের দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে দেয়। ঋণের অর্ধেক টাকাই দাতা দেশগুলো উচ্চমুল্যে মেশিনপত্র সারবরাহ, পরামর্শক, সমীক্ষা এবং মূল্যায়ন বাবদ নয় ছয় করে ফেলে। বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিকে কয়েক হাজার কোটি জরিমানা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন অসৎ পথ অবলম্বন করার জন্য।

Raju  Ahmed
raju007
469 Points

Popular Questions