ইউরোপের বিভিন্ন দেশে এত অবাধ মেলামেশা কেন হয়?

1 Answers   3.3 K

Answered 1 year ago

বাংলাদেশে বসে হয়তো আপনার কাছে ইউরোপীয় সাদা চামড়া মানে অবাধ প্রেম-ভালোবাসা, চুমাচুমি, আর যৌনতা, মদ-মাদকই মনে হবে, যেটা আমিও যখন দেশে ছিলাম তখন ভাবতাম। মোভি, ড্রামা, মিডিয়াতে আমরা পশ্চিমা বিশ্বের রাজনীতিবীদ, সেলিব্রিটিদের লাভ-রিলেশান নিয়ে যা দেখি তার হয়তো ১৫ শতাংশ মিল আছে কিন্তু বাস্তবতা ভিন্ন। একটা দেশের মানুষ যখন শহরাঞ্চলে বসবাস করে তখন এমনিতেই বেশি সুযোগ ও সুবিধা পায় আর ঐ অঞ্চলের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ বা নারীর সংস্পর্শে আসবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের একটা গ্রামের মেয়ে আর একটা শহরের মেয়ের সাথে তুলনা করে দেখেন, কে বেশি অবাধ মেলামেশা করে? অবশ্যই যে শহরে থাকে সে বেশি করে কারণ তার কাছে প্লাটফর্ম বেশি, সুযোগ-সুবিধা বেশি। ঠিক তেমনি পশ্চিমা বিশ্বেও সেইম যারা উন্নত শহরে বেশি থাকে, বসবাদ করে যেমন নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, লস এঞ্জেলস, লাস ভেগাস, মিয়ামি, ডুবাই, ইত্যাদি শহরে পড়াশোনা, কর্মক্ষেত্রের সুবাধে বেশি পুরুষ-নারীর সংস্পর্শে বেশি আসে তাই তাদের ক্ষেত্রে অবাধ মেলামেশা টাও হয় বেশি। তবে তাদের ক্ষেত্রে এটা হয় ওপেনলি বা সরাসরি আর আমাদের দেশে হয় সেটা পার্কে, হোটেলে কিংবা কলেজে-ইউনিভার্সিটিতে। তবে পার্থক্য হচ্ছে ইউরোপীয় কোনো কলেজে-ইউনিভার্সিটিতে আমাদের দেশের মতো প্রেম-ভালোবাসার নামে নোংরামি, অপসংস্কৃতি করে না যেটা আমাদের দেশের কলেজ-ইউনিভার্সিটিতে অহরহ হচ্ছে। ওরা কোথায় অবাধ মেলামেশা করতে হয় এটা বুঝে।

আমি ইংল্যান্ডের অনেক প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম, ওইখানের মেয়ে-নারীগুলার জীবন কত সহজ সরল আর শালীন। আমি তো লন্ডনে থাকি তখন কত অদ্ভুত আর অশ্লীল, অশালীন কাপড়চোপড় পড়া মেয়েদের দেখি তখন ভাবি একই দেশে বাট প্লেইস ভিন্ন সাথে সাথে অনেক কিছুরও ভিন্ন।

আপনি ঢাকা শহরের একটা মেয়ের চালচলনের সাথে ঢাকার বাইরে প্রত্যন্ত একটা গ্রামের মেয়ের তুলনা করে দেখবেন তখন বুঝবেন বিষয়টা।

অবাধ মেলামেশা নির্বর করে নিজের আশপাশ, পরিবেশ ও সুযোগ-সুবিধা, সামাজিক যোগাযোগমাধ্যম ইত্যাদির উপরও

Rumman
rumman
292 Points

Popular Questions