ইউটিউব থেকে যদি মাসে ৫০/১ লক্ষ টাকা আয় করা যায়, তাহলে দেশে এত বেকারত্ব কেন?

1 Answers   3.3 K

Answered 2 years ago

আপনার প্রশ্নটা আমার মাথায়ও আগে আসতো। কিন্তু উত্তরটা আমি ইতোমধ্যে পেয়ে গেছি।


গত ১ বছর ধরে ইউটিউব নিয়ে কাজ করছি। শুধু আমি জানি একটা ভিডিওতে কি পরিমান এফোর্ড দিতে হয়। আমার এখনো মনিটাইজেশন আসেনি। জানি লেগে থাকলে অবশ্যই আসবে তবে একদম শেষবিন্দু পর্যন্ত ধৈর্যের পরিক্ষা দিতে হবে। যেটা সবার পক্ষে করা সম্ভব হয়ে ওঠেনা। পাশাপাশি ভালো একটা কম্পিউটারের অভাব, পড়াশুনার চাপ ইত্যাদি তো আছেই। এ কারণে অনেকেই ৪/৫ মাস কাজ করার পর হাল ছেড়ে দেয়।


তবে চ্যানেল একবার গ্রো করলে খুব সহজেই আপনি মাসে ৫০ হাজার বা তার বেশি ইনকাম আনতে পারবেন। যদিও তার জন্যে অনেক সময় দিতে হবে আপনাকে।

Riyazul Islam.
riyazulislam
524 Points

Popular Questions