"ইউটিউব" কেন ভিডিও ডাউনলোড করার অনুমতি দেয় না?

1 Answers   13.5 K

Answered 2 years ago

ইউটিউবের মাধ্যমে গুগল মিলিয়ন ডলারের ব্যবসা করে, আর আয়ের উৎস হলো এসব ভিডিওতে দেওয়া বিভিন্ন কোম্পানীর দেওয়া বিজ্ঞাপন, যার সামান্য অংশ তারা নিজেরা রাখে আর বাকীটা কন্টেন্ট ক্রিয়েটর (ভিডিও আপলোডকারী) এর সঙ্গে ভাগাভাগি করে নেয়। এছাড়া বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে সাবসক্রিপশন প্যাকেজ কিনে নিতে হয়। যার মাধ্যমে তারা (ইউটিউব কর্তৃপক্ষ) আয় করে।

এখন, আপনি যদি ভিডিও ডাউনলোড করে দেখেন তাহলে তারা অফলাইনে তো আপনাকে বিজ্ঞাপন দেখাতে পারবে না, তো ইউটিউব যেমন আয় করতে পারবে না কনটেন্ট ক্রিয়েটর যিনি এত পরিশ্রম, অর্থ, মেধা ক্ষয় করলেন তিনিও কোনো অর্থ পাবেন না, একারনেই ইউটিউবের ভিডিও ডাউনলোড করে দেখা ওদের নীতিবিরোধী।

তবে, আপনি চাইলে ইউটিউবের মোবাইল এ্যপস এর মাধ্যমে ফোনে ডাউনলোড করে দেখতে পারেন, যেটা ইউটিউব অফিশিয়ালি সাপোর্ট করে।

ধন্যবাদ আপনাকে।

Fiaz Fuad
fiazfuad
381 Points

Popular Questions