ইউটিউবে (YouTube) কোন ধরনের একাউন্টে বেশি টাকা ইনকাম করা যায়?

1 Answers   13.8 K

Answered 1 year ago

প্রশ্ন: ইউটিউবে (YouTube) কোন ধরনের একাউন্টে বেশি টাকা ইনকাম করা যায়? যদি শুধু মাত্র টাকা ইনকাম করার উদ্দেশ্য ইউটিবিং করতে চান তাহলে প্রথমেই বাংলা কনটেন্ট,হিন্দি কনটেন্ট অথাৎ এক কথায় আমাদের এশিয়ান অডিয়েন্স যেসব ভিডিও দেখে থাকে তা বানানো যাবে না। কেননা এইসব দেশগুলোতে কোম্পানীগুলো অ্যাডের পিছে খুব বেশি টাকা খরচ করে না, যার কারণে সিপিসি,আরপিএম রেট খুবই কম , আর এই জন্যই ইনকামও কম হয়ে থাকে। বেশি টাকা আয় করতে চাইলে, অডিয়েন্স হিসেবে আপনার সিলেক্ট করতে হবে ইউরোপ,আমেরিকার মতো দেশগুলোকে। ভিডিও বানাতে হবে ইংরেজীতে, কারণ ইংরেজী ভিডিওর অডিয়েন্স সারা বিশ্বজুড়ে রয়েছে। শুধু এগুলো করলেই হবে না, ভিডিও বানানোর টপিক অথাৎ নিশ, নিশ সিলেকশন রিসার্স করে করতে হবে। এমন ধরণের নিশ সিলেক্ট করতে হবে, যাতে অ্যাডসেন্স এর পাশাপাশি আরো বিভিন্ন রকম উপায় টাকা আয় করা যায়, এতে করে আপনার একটি ভিডিও থেকে ২-৩ রকম উপায়ে ইনকাম করতে পারবেন।
Rayhan Rafi
rayhanrafi
344 Points

Popular Questions