Answered 2 years ago
স্বর্গ ও নরক এর মধ্যে একটা দেয়াল আছে। সেই দেয়াল পুরাতন হয়ে ভেঙে যাচ্ছে। সেই কারণে, স্বর্গের অধিবাসীদের বেশ সমস্যা হচ্ছে। নরক এর গরম হাওয়া স্বর্গে ঢুকে পড়ছে। ওই দেয়াল ভাঙ্গার কারণে নরকবাসীদের কোন সমস্যা হয় না। বরং, ওটা তাদের জন্য ভালো। স্বর্গ থেকে শীতল বাতাস আসছে।
এজন্যই স্বর্গবাসীরা বারবার বলেও কোন কাজ হয় না। নরকবাসীরা সেই দেয়াল মেরামত করে না। বারবার বিভিন্ন অজুহাত দেখানোর পরে, নরকবাসীরা একদিন বললো - আমাদের উকিলের সাথে পরামর্শ করছি। দেখি বিষয়টা নিয়ে কি করা যায়।
এই কথা শুনেই স্বর্গবাসীরা হায় হায় করে বলছে - ওখানেই তো আমরা হেরে গেছি। আমাদের খুব বেশি উকিল নেই।
hackerthon publisher