ইউক্রেনিয়ানদেরকে নব্য নাৎসি হিসেবে কেন প্রেসিডেন্ট পুতিন অবিহিত করছেন
7
0
1 Answers
12.5 K
0
Answered
2 years ago
এগুলো নেরেটিভ সৃষ্টির কৌশল।তাদের নাৎসি হিসেবে আখ্যায়িত করলে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন পুতিনের পক্ষে যাবে এমন উদ্দেশ্য পুতিন এমন বক্তব্য রাখছেন।ইউক্রেন নাৎসি হলে তারা কি রাশিয়াকে প্রথমে হামলা করেছে?বরং হিটলারের ন্যায় আচরণ করেছেন পুতিন।
abdulalii publisher