Answered 2 years ago
আমি কানাডায় থাকি, এখানের খবর কিছুটা জানি। অন্য দেশের খবর জানি না।
এখানে টিন্ডার, গ্রাইন্ডার, প্লেন্টি অফ ফিশ খুব চলে। এগুলা সবই "ধর তক্তা মার পেরেক" করার সাইট। আজগুবি রাজনীতি, ধর্ম, ফুল, ফল, লতাপাতা চো*নোর সময় নাই।
প্লেটোনিক ও প্রফেশনাল আলাপ আলোচনার জন্য রেডিট, লিংকডইন এসব চলে। টুইটার, ফেসবুক ইত্যাদি নতুন করে পরিচয় করানো লাগবে না। ওগুলাও অনেক লোকে ব্যবহার করে। আমি মাঝে মাঝে ফেসবুকে মার্কেটপ্লেসের মাধ্যমে সেকেন্ড হ্যান্ড জিনিস কেনাবেচা করি। কেনাবেচার সবচেয়ে ভালো সাইট হল কিজিজি। বাড়ি ভাড়া থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড সাইকেল পর্যন্ত কত কিছু যে কিজিজির মাধ্যমে জোগাড় করেছি, তার হিসাব নাই। কানাডায় আসবেন যারা, অবশ্যই কিজিজি সাইটটা ব্যবহার করবেন। জীবন অনেক সহজ হবে।
shuvokhan06 publisher