ইংল্যান্ড ও যুক্তরাজ্য একই দেশ হওয়া সত্ত্বেও আলাদা পতাকা কেন?

1 Answers   5.7 K

Answered 3 years ago

মোট চারটি অংশ নিয়ে যুক্তরাজ্য — ইংল্যান্ড , ওয়েলস্, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড ৷ স্বশাসিত এই চারটি অংশ বহুল পরিমাণ স্বাতন্ত্র্য বা স্বায়ত্তশাসনের অধিকার ভোগ করে ৷ চিহ্নস্বরূপ নিজেদের পতাকাও আলাদা ৷ আইনকানুনেরও পার্থক্য আছে ৷ কিন্তু তা গ্রেট বৃটেনের পতাকাকে অগ্রাহ্য বা অস্বীকার করে নয় ৷


Rashidul islam
rashidulislam
390 Points

Popular Questions