ইংল্যান্ডকে একসময় 'বিলেত' বলা হত কেন?

1 Answers   14.3 K

Answered 2 years ago

ভাল প্রশ্ন। হয়তো অনেকের মনেই এই প্রশ্ন রয়েছে। আমারও ছিল। 'বিলেত' শব্দটা এসেছে 'ভিলায়েত' থেকে। এটি ফার্সি শব্দ, আমার যদি ভুল না হয়। আমার বেশ কিছু ফার্সি-ভাষী বন্ধু রয়েছে। তাদের সাথে কথা বলার পর আমি যতটুকু বুঝতে পেরেছি সেটাই শেয়ার করছি। ভিলায়েত শব্দটার অর্থ হলো বিদেশ। আমরা গাঁও-গেরাম শব্দটি যে অর্থে ব্যবহার করি, কখনও কখনও সেই অর্থেও ভিলায়েত শব্দটা ব্যবহৃত হয়। মোগল দরবারে যারা সম্রাটের কাছে পরিচয় পেশ করতেন, তাদের সমষ্টিগতভাবে ভিলায়েতি বলা হতো। আবার যারা গ্রামাঞ্চল থেকে আসতেন, তাদেরও ভিলায়েতি বলা হতো, গেঁয়ো অর্থে। মোগল আমলে দিল্লি/ফাতেহাবাদ সিক্রিকে মনে করা হতো সারা বিশ্বের কেন্দ্রবিন্দু। ফলে যে কেউ বাইরে থেকে এলেই তাদের বলা হতো ভিলায়েতি। তবে মোগল দরবারে ফরাসি, ডাচ, পর্তুগীজরাও ছিল। তাই, ইংরেজদের গায়ে এই তকমা কেন পাকাপাকিভাবে লেগে গেল, তার কোন জবাব পাইনি। সম্ভবত এটা আমাদের কলোনিয়াল লেগেসি।


Full Khatun
fullkhatun
231 Points

Popular Questions