ইংলিশ ভোকাবুলারি শেখার জন্য কিছু উপায় বলুন?

1 Answers   6.8 K

Answered 2 years ago

নিচে ভোকাব শেখার ভালো কিছু ওয়ে সাজেস্ট করছি ।

১। পড়ুন, পড়ুন এবং পড়ুন

এটা অনেক অনেক বেশী শব্দ শেখার প্রথম স্টেপ । অধিকাংশ ভোকাবুলারী কনটেক্সট থেকেই ভালো শেখা যায় । আপনি যত বেশী শব্দ পড়বেন, দেখবেন তত বেশী শব্দ শেখার আপনার ষ্টকে জমা হবে ।

সো যখন পড়বেন, তখন শব্দগুলো কনটেক্সট থেকে বোঝার চেষ্টা করুন । আই মিন আগেই ডিকশনারী না ঘেটে কি বোঝাতে চেয়েছে সেটি বোঝার চেষ্টা করুন ।

এজন্য চ্যালেঞ্জিং স্টাডি ম্যাটেরিয়াল বেশী বেশী পড়ুন । এমন সোর্স থেকে পড়ুন যেন অনেক আননোন ওয়ার্ড আপনি পান ।

২। ওয়ার্ডের কনটেক্সট বোঝার চেষ্টা করুন

পড়ার সময় ফোকাসড থাকার চেষ্টা করুন এবং আননোন ওয়ার্ডগুলো ভালোভাবে নোট করার চেষ্টা করুন । গুগলে একেকটা ওয়ার্ডের মাল্টিপল ব্যাবহার দেখুন । এতে করে আপনার বোঝার ক্ষমতা বাড়বে ।

৩। প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস

আপনি ওয়ার্ড যতই মুখস্ত করার চেষ্টা করুন না কেন খুব দ্রুতই অধিকাংশ ওয়ার্ড ভুলে যাবেন ।

কারণ ১টি রিসার্চে দেখা গেছে, ১টি ওয়ার্ড পারমানেন্টলী মনে রাখার জন্য কমপক্ষে ১০-২০ বার সে ওয়ার্ডটি নানাভবে বিভিন্ন সোর্স থেকেআপনাকে শুনতে হবে বা পড়তে হবে ।

তাই যখন দেখবেন কোন ওয়্যার্ড মুখস্ত হতে চাচ্ছে না, তখন সে অয়ার্ডটি দিয়ে কয়েকটি সেন্টেন্স তৈরী করার চেষ্টা করুন । এতে করে সে অয়ার্ডটি আপনার মাথায় ঢুকে যাবে ।

৪। ওয়ার্ডগুলো আপনার চারপাশের সাথে জয়েন্ট করার চেষ্টা করুন

ওয়ার্ডগুলো শব্দ করে পড়ুন এবং আপনার পরিচিত পরিবেশের সাথে মেলানোর চেষ্টা করুন । যেমনঃ Impeccable । এ ওয়ার্ডটাকে মনে রাখার জন্য আমি যে প্রসেসটা নেই

Umar Ibn Khattab(ra) was an impeccable ruler.

এখানে উমার(রা) এর কথা বলা হচ্ছে । যার সম্পর্কে আমরা সবাই ভালো কথাই জানি । সো তার মানে এখানে ওয়ার্ডটা পসিটিভ কনটেক্সটে ব্যাবহার হচ্ছে ।

এবার তাহলে গেস করার চেষ্টা করি । Ruler এর সাথে যে Adjective-গুলো হতে পারে তা হল খুব ভালো, অসাধারণ, নিখুঁত, ন্যায়বিচারক ইত্যাদি ।

এবার ডিকশনারি ঘাঁটুন । দেখবেন যে, আপনার গেস করা ওয়ার্ডের মধ্যেই ১টা কমন পেয়ে যাবেন ।Government Exam

৫। ওয়ার্ডগুলোকে ইমাজিন করার চেষ্টা করুন

ওয়ার্ডগুলোকে ভিজুয়ালাইজ করা ওয়ার্ড মনে রাখার আরেকটি উপায় । যেমনঃ ১টা সেন্টেন্স পেলেন,

GARGANTUAN– এর মানে অনেক বিশাল কিছু ।

এটাকে মনে রাখার জন্য আপনার চারপাশের বিশাল কোন স্থাপনাকে কল্পনা করে ১টা সেন্টেন্স তৈরী করুন ।

যেমনঃ Baitul Mukaram Mosque is GARGANTUAN.

আবার ধরেন আপনার কোন বন্ধু খুবই আমুদে ক্যারেক্টারের । আর Jovial মানে হচ্ছে আমুদে ।

সো আপনি বলতে পারেন, Khalid is a Jovial person.

৬। ভোকাব শেখাকে শখে পরিণত করুন

যে কোন বিরক্তিকর কাজ খুবই মজার কাজে পরিণত হতে পারে, যদি আপনি সে কাজটিকে আপনার শখে কনভার্ট করতে পারেন ।

ভোকাব শেখার সময় যদি এটা ভাবতে পারেন যে, আপনি খুব মজার ১টা কাজ করছেন, নতুন কিছু শিখেছেন তাহলে দেখবেন যে, সে কাজটি অনেক আনন্দদায়ক ১টা কাজে পরিণত হয়েছে ।

এতে করে করে ভোকাব শেখার পেইন অনেকাংশে কমে যাবে ।

৭। ভোকাবুলারি বেসড গেইম খেলুন

এন্ড্রোয়েড বা iOS এই দুই অপারেটিং সিস্টেমেই ভোকাব বেসড অনেক গেইম যেমন ক্রস ওয়ার্ড পাজল, স্ক্রাবল, Boggle এরকম অনেক গেইম পাওয়া যায় ।

Sumona Khatun
sumonakhatun
542 Points

Popular Questions