Answered 2 years ago
ইংরেজিতে যেভাবে দক্ষতা বাড়াবেন :
ইংরেজিতে দক্ষ হওয়া অনেকের মনেরই একান্ত ইচ্ছা । এই জন্য অনেকই Vocabulary/Grammar শেখা শুরু করেন বা Spoken/IELTS Course a ভর্তি হন, কেউ বা ইংলিশ মুভি । কিন্তু অনেকেই কিছুদিন চর্চা করার পর হাল ছেড়ে দেন ।
যেকোন ভাষায় পারদর্শী হওয়ার জন্য সেই ভাষায় চিন্তা কারার অভ্যাস গড়ে তুলতে হতে । এটা একদিনে হবে না, প্রতিদিন সঠিকভাবে প্রচুর চর্চা করতে হবে । ইংরেজির সাথে সম্পর্ক তৈরি করতে হবে । আপনি কোন কোচিং এ ভর্তি বা বাসায় টিচার রাখলে ও, কারণ এই সব কোর্স তো সীমিত সময়ের জন্য । তারপর ? এই জন্য আপনি প্রতিদিন ইংরেজি চর্চার অভ্যাস না করলে বাসায় টিচার রাখা বা কোচিং করার পরও আবার আগের অবস্থায় ফিরে আসবেন, মানে আবার ইংরেজি ভুলে যেতে শুরু করবেন ।
প্রথমে রিডিং দিয়ে শুরু করুন । Read, Read & Read. পড়ার সময় যখনই কোন নতুন শব্দ পাবেন, সাথে সাথে সেটার অর্থ জোরে জোরে পড়ে নিজের মাথায় ভালভাবে ঢুকাতে হতে যাতে অনেকদিন মনে থাকে । এইভাবে আস্তে আস্তে আপনার না জানা শব্দের পরিমাণ কমতে থাকবে । মনে রাখবেন, ইংরেজিতে যা ই পড়েন বা শোনেন, সব সময় অর্থ বোঝার চেষ্টা করবেন । তা না হলে আখেরে কোন লাভ হবে না ।
একই সাথে প্রতিদিন অল্প অল্প করে ইংরেজি বলার চেষ্টা করুন । কোন পার্টনার বা কোচিং এ যাওয়া লাগবে না, নিজেই নিজের সাথে বলার অভ্যাস করুন । যে কোন একটা টপিক নিয়ে আয়নার সামনে গিয়ে দেখেন কথা বলতে পারেন কি না । প্রথম প্রথম অনেক ভুল হবে, অনেক বাধবে, কিন্তু সেজন্য কখনও কথা বলা থামাবেন না । যদি হাল ছেড়ে দেন, তা হলেই সব শেষ ।
তারপর ইংরিজেতি মোটামুটি ভাল হলে আপনি ইংলিশ মুভি দেখা শুরু করতে পারেন । প্রথমে সাবটাইটেল দিয়ে দেখুন, তারপর দেখবেন এক সময় আপনার আর সাবটাইটেল লাগছে না । ইংলিশ মুভি দেখার সময় নেটিভ এক্সপ্রেশন ধরার চেষ্টা করুন । খেয়াল করে দেখবেন একই কথা আপনি নেটিভদের থেকে ঘুরিয়ে বলেন । ওদের মত ন্যাচারালি কথা বলার চেষ্টা করুন ।
নেটিভদের ভালভাবে বোঝার জন্য এবং নিজে আদর্শ উচ্চারণে ইংরেজি বলার জন্য ফোনেটিক্স নিয়ে পড়াশোনা করতে পারেন । এতে নিজের উচ্চারণ যেমন ভাল হবে, তেমনি নেটিভদের সহজে বুঝতে পারবেন ।
এইভাবে আস্তে আস্তে আপনি ইংরিজেতে চিন্তা করা শিখে যাবেন । তারপর দেখবেন ইংরেজি বলার সময় আপানার আর মাথায় অনুবাদ করতে হচ্ছে না ।
rashidulislam publisher