ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের পড়ুয়ারা ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই কথা বলার দক্ষতা অর্জন করে কীভাবে?

1 Answers   3.1 K

Answered 2 years ago

আমি ছোট থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে বড় হয়েছি । সেখানে "বাংলিশ" ভাষায় কথা বলতে শিখেছি, বাংলার পরীক্ষাপত্রে বাংলিশ ভাষায় উত্তর লিখে পাশ করেছি, বাংলা সাহিত্যও বাংলিশ ভাষায় পড়েছি আর এখানে কোরাতে বাংলিশ ভাষায় শ'ছয়েক উত্তর লিখেছি । আজ প্রথম উপলব্ধি করছি যে আমি বাংলা জানি না । যেটাকে বাংলা ভেবে এসেছি এতদিন ধরে, সেটা আসলে "বাংলিশ" ভাষা!


বাংলা আসলে বাংলা মাধ্যমের পড়ুয়ারাই একমাত্র শেখে, আর কেউ নয় । শুধু একটাই প্রশ্ন থেকে গেলো মনে, তাঁরা বাংলা ভাষার ভরাডুবি হওয়া বাঁচাতে পারলো না কেন? আমরা নাহয় "বাংলিশ" শিখেছি, তাঁরা সবাই তো শুদ্ধ বাংলা শিখেছিল! তাঁদের সংখ্যা কি এতই কম, নাকি বাংলা এতো ঠুনকো ভাষা যে কয়েকটা ছেলে-মেয়ে বাংলা না বলতে পারলে তাঁর অপমৃত্যু ঘটে যায়?


যাই হোক, প্রশ্নের উত্তরটা দিয়ে যাই । ইংরেজি মাধ্যমের ছাত্র-ছাত্রী হয়েও বাংলা শেখা যায় যদি বাড়িতে বাংলা বলার আর বাংলা সাহিত্যচর্চার অভ্যাস থাকে । বাংলা শিখতে কোনো বাঙালির বাংলা মাধ্যমে পড়ার কোনো আবশ্যিকতা নেই যদি না ভাষাটাকে নিতান্ত অবহেলা করা হয় (যার মূলে দায়ী থাকেন মূলত অভিভাবকেরা, বিদ্যালয় নয়)। তবে আমি আর কী জানি! আমি তো "বাংলিশ" শিখেছি

Ritu Khatun
ritukhatun
336 Points

Popular Questions