Answered 2 years ago
পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে ইংরেজি হলো সবচেয়ে পরিচিত বিদেশী ভাষা বাংলাভাষীদের কাছে। কারণ ইংরেজরা ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশ শাসন করে গেছে। উচ্চ শিক্ষার জন্য আদর্শ বইপত্র এখনও বাংলা ভাষায় যথেষ্ট নেই। আপনি কি চীনা, জাপানি, কোরিয়ান, ফরাসি, জার্মান বা রাশিয়ান ভাষায় উচ্চ শিক্ষা নেবেন? সে সুযোগ আপনার নেই। বিদেশি ভাষার মধ্যে আমরা কমবেশি যেটুকু জানি, আমাদের শিক্ষা ব্যবস্থার কল্যাণে সেটা হলো ইংরেজি। পৃথিবীর সবচেয়ে বেশী দেশে ইংরেজি ভাষায় কথা বলা হয়। আবার যে দেশের ভাষা ইংরেজি নয় সেসব দেশের অনেক লোক ইংরেজি ভাষায় কথা বলতে পারে, নিদেনপক্ষে বুঝতে পারে। কমনওয়েলথ দেশে ইংরেজি তো বহুল প্রচলিত। তাছাড়া আপনি যদি একটি বড় প্রতিষ্ঠানে চাকরি করেন আপনাকে ইংরেজি জানতে হবে আন্তর্জাতিক ভাব প্রকাশের মাধ্যম হিসেবে। আপনি যদি সাহিত্য পাঠক হয়ে থাকেন আপনাকে ইংরেজি শিখতে হবে। যদি বলেন , কেন? আমাদের বাংলা ভাষায় কি ভালো সাহিত্য নেই? থাকবে না কেন! কী আশ্চর্য! কথাটা তা নয়। ইংরেজি না শিখলে আপনি মারলো, শেকসপিয়র, জনসন, মিল্টন, গলসওয়ারদী, ওয়ার্ডসওয়ার্থ, শেলী, কীটস, বায়রন, টেনিসন, ব্রাউনিং, ডিকেন্স ইত্যাদি বিশ্ববরেণ্য লেখক ও কবিদের রচনার সুধারস থেকে বঞ্চিত হবেন। ইংরেজি শিখুন। কিন্তু দয়া করে বাংলা ভাষার অমর্যাদা করবেন না। অপ্রয়োজনে ইংরেজি ব্যবহার করা উচিত না। বাঙালিদের সঙ্গে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। আর কি। ধন্যবাদ। ভালো থাকুন।
aymansadiq publisher