ইংরেজি ভাষা শিখতে হলে সর্বপ্রথম প্রয়োজনীয়তাটি কী? কিভাবে উত্তম উপায়ে কোনো ভাষা শেখা যায়?

1 Answers   10.4 K

Answered 1 year ago

প্রথমেই যা বলবো তা হলো পড়তে হবে এবং প্রচুর পড়তে হবে। এই প্আরচুর পড় বলতে আমি গাদা গাদা গ্রামার মুখস্ত করতে বলিনি। পাগলের মতো সারাদিন রাত পড়াকে বোঝাইনি, গ্রামারের গুরুত্ব অনেক বেশি তবে তার থেকে বেশি দরকার ভোকাবুলারি ও এগুলোর প্রয়োগ জানা, প্রচুর টেক্সট অর্থ করে পড়লে নতুন শব্দার্থ শিখতে পারবেন, ভান্ডারে অনেক শব্দ জমলে পাশাপাশি গ্রামার পড়বেন এবং গ্রামার গুলোকে টেক্সটএর প্রটিটা লাইনের সাথে রিলেট করে করে মনে রাখার চেষ্টা করবেন, তখন গ্রামার টাকে আর নিষ্প্রাণ আর মুখস্ত বিদ্যা মনে হবে না,। প্রথমেই গুরত্বপূর্ণ verb গুলো মুখন্ত করে ফেলবেন, preposition, auxiliary er use, এগুলতে সবার কমন ভুল থাকে, তো বুঝতেই পারছেন কি করতে হবে। এরপর ধারাবাহিক ভাবে একটা একটা টপিক পড়ে শেষ করবেন , আর টেক্সট পড়ার সময় sentence pattern খেয়াল করবেন, অনেকেই ইংলিস মুভি সাজেস্ট করে তবে আমার মনে হয় বেসিক ইংলিস না শিখে ইংলিস মুভি দেখলে উলটো ভুল করেবেন কারন ওদের ascent এমন যে আমরা যারা কম বুঝি তারা সবটা বুঝতে না পেরে ভুল শিখে ফেলবো, আমি প্রথম খেয়াল করেছিলাম ফরেইনারদের কথার মধ্যে auxiliary verb খুব একটা ধরতে পারছি না। এমন অনেক কিছুই হয়, তাই বেসিক কিছু শেখর পর এটা করা উচিত। বেশি বেশি রিসার্চ করুন এই বিষয়ে নিজের জন্য কার্যকরকরী উপায় আপনি খুজে নিতে পারবেন
Lion Ahmed
lionahmed
335 Points

Popular Questions