ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও অনর্গল কথা বলতে পারার জন্য কী করতে হবে?

1 Answers   4.7 K

Answered 3 years ago

প্রখমে আপনাকে প্রচুর সিনেমা দেখতে হবে। বিশেষ করে সাবটাইটেল সহ সিনেমা।

রেমন্ড মারফি’র লেখা ‘ইংলিশ গ্রামার ইন ইউজ’ বইটি সেল্ফ স্টাডি টাইপের। এই বইটি পড়লে ইংরেজি ব্যাকরণ অনেক ভালো হবে। দক্ষতা বাড়বে। বইটি ইন্টারনেটে সহজে ডাউনলোড করা যায়।

আরেকটি বই মাইকেল সোয়ানের ‘প্র্যকটিক্যাল ইংলিশ ইউজেজ’। এই বইটি ও সেল্ফ স্টাডি টাইপের। ইন্টারনেটে সহজে ডাউনলোড করা যায়। মাইকেল সোয়ানের লেখা আরেকটি বই ‘হাউ ইংলিশ ওয়ার্কস’ এই বইটাও পড়তে পারেন।

বিবিসি’র সংবাদ খুব সহজ ইংরেজিতে লেখা থাকে। বিবিসি ট্র্যাভেল, ফুড, টেকনোলোজি, আর্ট ইত্যাদি পড়তে পারেন।


Prema Islam
premaislam
445 Points

Popular Questions