Answered 2 years ago
ইংরেজি বলার দক্ষতা বাড়ানোর জন্য আমি আপনাকে সহজ এবং মজাদার ২-৩ টা অপশন বলতে পারি যেগুলো আমি নিজে ফলো করি এবং উপকার পেয়েছি।
১. প্রিয় কিছু ইংলিশ গান বের করুন,প্রয়োজনে বন্ধুদের থেকে ওদের পছন্দের গানের সাজেশন নিন, তারপর সেগুলোর ইউটিউবে লিরিক্স ভিডিও দেখুন।গান শুনার পাশাপাশি লিরিক্স গুলা দেখায় আপনি তাদের ইংরেজি উচ্চারণের আইডিয়া পাবেন।আর এই habit টা কন্টিনিউ করলে পছন্দের গান শুনে শুনে তাদের উচ্চারণ বুঝে আপনার ইংরেজি বলার আগ্রহ বাড়বে।
২. ইংরেজি subtitle সহ মুভি দেখুন।এতেও তারা কোন ওয়ার্ড টা কিভাবে উচ্চারণ করে সেটা সম্পর্কে ভালো আইডিয়া পাবেন যা স্পোকেন ইংলিশে খুবই সহায়ক।
৩. নিজে নিজে কিংবা কোনো বন্ধুদের সাথে ইংরেজি বলার প্রাকটিস করুন,উচ্চারণ ভুল হোক,ভুল হলে আবার শুধরাবেন, গুগল থেকে ওয়ার্ড লিখে pronunciation বের করবেন,এভাবে প্রাকটিস করলে খুব দ্রুত অনেক ভালো ফল পাবেন আশা করছি।
jarinanjum publisher