ইংরেজি অনর্গল কথা বলার কৌশল কী? কিভাবে প্র্যাক্টিস করলে অনর্গল কথা বলতে পারব। চর্চা করার জন্য কোন এ্যাপ ব্যবহার করা যায়?

1 Answers   1.7 K

Answered 2 years ago

ইংরেজি চর্চা করার সর্বোত্তম উপায় নিজে নিজে ইংরেজি বলা আজ থেকেই শুরু করে দেয়া, ইংরেজরা এতো গ্রামার/ব্যাকরণের ব্যবহার করে ইংরেজি বলেন না। কেউ কি বলবে এসবের পরোয়া করলে পিছিয়েই থাকবেন।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজি প্রথম পত্রে একটি গল্প ছিলো, গল্পটি হচ্ছে, দুই বন্ধুর সাইকেল চড়া শিখার খুব ইচ্ছে হলো, এবার একজন সাইকেল চড়া শিখার জন্য ম্যানুয়েল/বই কিনে আনলো,

কিন্তু অন্যজন সাইকেল নিয়ে বের হয়ে গেলো বাইরে, সে ভুল করলো,হোঁচট খেলো,আহত হলো, কিন্তু তার ঐ বন্ধুর চেয়ে তাড়াতাড়ি সাইকেল চালানো শিখে গেলো।

ঠিক তেমনি, ইংরেজি বলার ব্যাপারটাও। বাস্তবিক জীবনে এর চর্চা ছাড়া, এই ভাষা আয়ত্ত করা কঠিন বিষয়ই হয়ে থাকবে।

ভালো থাকবেন।

Nadim
Nadim
379 Points

Popular Questions