ইংরেজিতে "few" এবং "a few" কথা দুটির পার্থক্যটা কী?

1 Answers   8.9 K

Answered 2 years ago

"Few" বলতে বোঝানো হয় খুব কম সংখ্যা, প্রায় কিছুই না।

সেখানে "a few" বোঝায় কয়েকটি, খুব বেশি সংখ্যক না।

একটি উদাহরণ দেই:

"Few people will dare to oppose the dictator." - কেউই ‌ স্বৈরাচারীর সম্মুখীন হবার সাহস পায়/পাবে না।

"A few people dared to oppose the dictator." কিছু জন স্বৈরাচারীর বিরোধিতা করেছিল।

যেখানে "few" এবং "a few" ব্যবহার হয় গণনীয় জিনিসের ক্ষেত্রে, সেখানে অগণ্য ক্ষেত্রে ঠিক একই ভাবে ব্যবহার হয় "little" এবং "a little"।

"They have little money to spend on luxuries." অপ্রয়োজনীয় খরচা করার পায়সা তাদের নেই।

"He has a little money saved for the bad times." তার খারাপ দিনের জন্যে কিছু সঞ্চয় রাখা আছে।

আরেকটা জিনিস হয়: "the few"(এবং "the little")

"The few friends he has are very loyal to him." তার যে সামান্য কয়েকজন বন্ধু আছে তারা প্রত্যেকেই খুব বিশ্বস্ত।

Afroja Sultana
afrojasultana
328 Points

Popular Questions