Answered 2 years ago
১৭৮৪ সালে বার্মিজ রাজা বোধাপায়া আরাকান আক্রমণ করে দখল করেন। বার্মিজরা ব্যাপক গণহত্যা ও ধর্ষণ করতে থাকে। ফলে দলে দলে আরাকানী নাফ নদী পার হয়ে বৃটিশ ভূমিতে আশ্রয় নিতে থাকে। মানে ঠিক আজকের দিনের রোহিঙ্গা শরনার্থী সমস্যার মত। তো বর্ডারে শরনার্থী সমস্যা সমাধানের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী হিরাম কক্স নামে এক অফিসারকে পাঠায়। তো কক্স এ অঞ্চলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করেন। শরণার্থীদের আগমনে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাট-বাজার গড়ে উঠে। আর এই বাজার হল কক্স সাহেবের বাজার বা Cox's Bazar.
abubakkar publisher