ইংরেজিতে কখন (The=দি) আর কখন (The= দ্যা) উচ্চারণ করবো?

1 Answers   6.7 K

Answered 2 years ago

দি ওল্ড ম্যান অ্যান্ড দা সী - হেমিংওয়ে এর এই বইয়ের নাম মনে থাকলেই আর কোন সমস্যা হবে না- The Old Man The Sea- দি ওল্ড ম্যান অ্যান্ড দা সী - অর্থাৎ the এর পর vowel sound থাকলে (যেমন Old) উচ্চারণ হবে দি — দি ওল্ড; আর the এর পরে consonant sound থাকলে ( যেমন sea) উচ্চারণ হবে দা — দা সী।

আপাতত এটুকুই। বেশি কথা বলে আর কনফিউজ না করি।

আর মনে রাখবেন - দি ওল্ড ম্যান অ্যান্ড দা সী।


Jahidul islam
jahidulislam06
238 Points

Popular Questions