Answered 2 years ago
গাঁজা খেতে ইচ্ছা করছে? আবার নেশা না হয়ে যায়,সে ভয়টাও রয়েছে! অর্থাৎ গাঁজাখোর না হয়ে যান সেই ভয়টাও রয়েছে। গাঁজা একটু টান দিয়ে দেখবেন, কেমন লাগে, এই তো? তা একদিন গাঁজার আসরে বসে দুয়েকটি টান দিয়েই দেখুন না, কি হয়। আমার খুব পরিচিত লোকেরও আপনার মত ব্যাপার হয়েছিল অর্থাৎ জলে নামব কিন্তু চুল ভিজাবো না। তা তিনি তাই করেছিলেন। ঐ একদিন মাত্র । সে দিন তাঁর যে অভিজ্ঞতা হয়েছিল তার ফলে আর কোনো দিন, তিনি গাঁজায় টান দেন নি। আপনার ক্ষেত্রে কি হবে, কি করে বলা যাবে! ধন্যবাদ।
ritakhatun publisher