আামার বিয়ের দিনে পারিবারিক বিবাদ হয় এবং বিয়ের পরের দিন আমার বর আমাকে বলে যদি কাউকে ভালো লাগে চলে যেতে। এতে আমার কী করা উচিত?
0
0
1 Answers
4.2 K
0
Answered
1 year ago
স্পেস সাইন্টিস্ট হতে গেলে মূলত ফিজিক্স বা পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হয়। ফিজিক্স এর কোন বিষয়ের উপর পিএইচডি করতে পারলে স্পেস সাইন্টিস্ট হওয়া সম্ভব। সুতরাং আপনার লক্ষ্য হওয়া উচিত ফিজিক্স এ অনার্স, মাস্টার্স করে তারপর পিএইচডি করা।
অনার্স আপনি বাংলাদেশ থেকেই করতে পারেন, আবার এইচএসসির পর বিদেশে গিয়েও করতে পারেন। যদি বাংলাদেশে থেকে অনার্স করেন তাহলে আপনার রেজাল্ট ভাল থাকতে হবে। সেই সাথে যদি কিছু পেপার পাবলিশ করতে পারেন তাহলে খুবই ভাল হয়। অনার্স শেষ করার পর চেষ্টা করবেন ভাল কোন বিদেশী ইউনিভার্সিটিতে পিএইচডি করার। মাস্টার্স করেও বাইরে যাওয়ার চেষ্টা করতে পারেন। এমন বিষয়ের উপর পিএইচডি করবেন যা স্পেস সাইন্টিস্ট হতে গেলে প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনি নাসা বা অন্যান্য যেসব কোম্পানি স্পেস নিয়ে কাজ করে তাদের জব ওপেনিং লিস্ট দেখতে পারেন। সেখান থেকে একটা ধারনা পাবেন কি বিষয় নিয়ে পড়া লাগবে। এছাড়া যারা ঐসব কোম্পানিতে জব করে বা করেছে তাদের প্রোফাইল লিংকডিন থেকে খুঁজে দেখতে পারেন যে তারা কোন ইউনিভার্সিটি থেকে পড়েছে, কোন বিষয়ে পড়েছে ইত্যাদি। চাইলে পরামর্শ চেয়ে তাদেরকে মেসেজও পাঠাতে পারেন।
এইচএসসির পর বিদেশ থেকেও অনার্স করতে পারেন, তবে সেক্ষেত্রে আমেরিকা বা কানাডায় পড়তে বেশ বড় অংকের অর্থ প্রয়োজন হবে। জার্মানিতে বা অন্যান্য কিছু ইউরোপিয়ান দেশে ফ্রিতে অনার্স করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে জার্মান বা অন্য ভাষা শিখতে হবে।
kanijbonne publisher