আহলে হাদিস সম্প্রদায়ের সম্পর্কে বিস্তারিত বলবেন কি? এই মাযহাবের নেতা কে? কবে থেকে এটি বাংলাদেশে প্রচলিত হয়?
0
0
1 Answers
12.6 K
0
Answered
1 year ago
#আহলে হাদীস কারা??
যারা কুরআন ও সুন্নাহ তথা হাদিসের নিরপেক্ষ অনুসারী, তাদেরকে বলা হয় আহলে হাদীস। আলেমদের অভিমত, এরা হল মুসলিম উম্মাহর মধ্যকার এমন একটি বৈশিষ্ট্যগত দল যারা কুরআন এবং হাদীসের অনুসরণে মৃত্যু বরণ করেছেন।
তারা প্রসিদ্ধ চার মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল সহ সকল মুজতাহিদগণের ফতোয়াকে গুরুত্বের সাথে বিবেচনা করেন, তবে কোনো একটি নির্দিষ্ট মাযহাব বা ইমামের মতামতকে এককভাবে অনুসরণ করেন না।
তবে তারা কুরআন এবং সহিহ হাদীসকে সর্ব প্রথম অনুসরণ করেন[১৩] এবং শুধুমাত্র অস্পষ্ট বিষয়গুলোতে ইমামগণ অর্থাৎ মুজতাহিদদের ফতোয়া পর্যালোচনা করে গ্রহণ করেন। আলেমগণ হাদীস শাস্ত্রের বিভিন্ন পদ্ধতিকে কাজে লাগিয়ে হাদীসের সনদ যাচাই বাছাইয়ের পর সহীহ, দুর্বল, জাল এভাবে হাদীসের শ্রেণি বিভাগ করেন।
ইবনু হিব্বান আহলে হাদিসদের ৩টি আলামত বর্ণনা করেছেনঃ ১. তারা হাদীসের উপর আমল করে। ২. তারা সুন্নাত তথা হাদীসের প্রতিরক্ষায় নিয়োজিত থাকে। ৩. তারা সুন্নাত বিরোধিদের মূলোৎপাটন করে।
সহিহ ইবনু হিব্বান,আল-ইহসান,হা/৬১২৯, অন্য একটি কপির হাদীস নং ৬১৬২)
#আহলে হাদীস সম্পর্কে
সর্বশেষ নবী মুহাম্মাদ বলেছেন, "আমার উম্মাতের একটি দল অব্যাহতভাবে কিয়ামাত পর্যন্ত সাহায্যপ্রাপ্ত হতে থাকবে এবং যারা তাদের অপদস্থ করতে চায় তারা তাদের কোন ক্ষতি করতে সক্ষম হবে না।
ইবনে মাজাহ হা/৬; জামে আত তিরমিযি হা/২১৯২
"সুনানে ইবনে মাজাহ, অধ্যায়ঃ ভূমিকা পর্ব, হাদিস নম্বরঃ ৬"। তাওহীদ পাবলিকেশন। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৯।
• ১) ইমাম আহমাদ বিন হাম্বল বলেন, "সাহায্যপ্রাপ্ত এই দলটি যদি আহাল-ই-হাদিস না হয় তবে এই দল কারা তা আমি জানি না।
ইমাম হাকেম, মারিফাতু উলমিল হাদিস, পৃ: ২।
• ২) ইমাম বুখারীর উস্তাদ ইমাম আলী ইবনুল মাদানী বলেছেন, "তারা হচ্ছেন আহালে হাদিস।তিরমিযি হা/২১৯২
• ৩) মুহাম্মাদ ইবনু ইসমাঈল (রাহঃ) বলেন, "আলী ইবনুল মাদীনী বলেছেন, সাহায্যপ্রাপ্ত সেই সম্প্রদায়টি হলো আহালে হাদীস।
মারিফাতু উলুমিল হাদীস হা/৬।
limakhan01 publisher